ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। ওয়েব সিরিজ তাকদীর–এ অভিনয় করে যিনি দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন দ্রুতই। পরবর্তী সময়ে ধারাবাহিকভাবে অভিনয় দক্ষতার কারণে পেয়েছেন প্রশংসা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় তিনি।
সম্প্রতি একটি পোস্টে নিজের ব্যক্তিগত অনুভূতির কথা জানাতে গিয়ে সাদিয়া লিখেছেন, ‘আমার অনেকগুলো সুন্দর ছবি, ভিডিও জমে আছে ফেব্রুয়ারি মাস থেকে। পোস্ট করবো করবো করে আর করা হলো না! এখন আর ইচ্ছাও করছে না সেগুলো পোস্ট করতে।’ এরপরই নিজের বয়সের প্রসঙ্গ টেনে প্রশ্ন করেন, ‘একটা ছবি বা ভিডিওর পেছনে কত এফোর্ট! ছবি সিলেক্ট, এডিট, আবার গান সিলেক্ট—এগুলো এখন অনেক চাপ লাগে। নাহ, আমার বয়সও তো বেশি না। তবুও এমন কেন হয়? আচ্ছা, এমনটা কি আপনাদের সাথেও হয়?’
তিনি আরও লিখেছেন, ‘ওহ! পোস্টের সঙ্গে রিলেটেবল ক্যাপশন ভাবতেও হয়। সেটার কথা বলতে ভুলেই গেছি।’ সাদিয়ার এই অনুভূতিতে অনেকেই সাড়া দিয়েছেন মন্তব্যে। এক নেটিজেন লিখেছেন, ‘হ্যাঁ, গান বাছাই করতে করতে মুডই চেঞ্জ হয়ে যায়।’ আরেকজন মন্তব্য করেন, ‘পরিস্থিতি সব সময় এক থাকে না, মন খারাপ হলে কিছুই ভালো লাগে না।’
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতা, চাপ ও মনের অবস্থা খোলাখুলিভাবে জানানোয় অনেক ভক্তই অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে নিজেদের মিল খুঁজে পেয়েছেন।
আরএস
No comments yet. Be the first to comment!