বিনোদন

খুলনায় গেলেই নায়িকা পপিকে হত্যার হুমকির অভিযোগ

আপডেট: নভে ২২, ২০২৫ : ০৬:৪০ এএম ১১
খুলনায় গেলেই নায়িকা পপিকে হত্যার হুমকির অভিযোগ

এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভিন পপি এবার আলোচনায় এসেছেন পারিবারিক বিরোধ ও হুমকির অভিযোগ নিয়ে। তিনি জানিয়েছেন, সম্প্রতি তাকে পরপর হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

পপির অভিযোগ, তার চাচাতো বোনের স্বামী তারেক আহমেদ চৌধুরী দীর্ঘদিন ধরে তাকে হুমকি দিচ্ছেন। ১৯ নভেম্বর তার বড় চাচা কবির হোসেনের মৃত্যু সংবাদ পেয়ে খুলনায় যাওয়ার প্রস্তুতি নিলে তারেক ফোন করে জানায়, “খুলনায় গেলে তোমাকে মেরে ফেলব।” নিরাপত্তার কারণে তিনি শেষ পর্যন্ত সেখানে যেতে পারেননি।

পপি জানান, ২০০৭ সালে চাচা কবির হোসেনের কাছ থেকে তিনি জমি কিনেছিলেন। দলিল থাকা সত্ত্বেও জমির দখল পাচ্ছেন না। অভিযোগ, জমিটি তার চাচাতো বোন মুক্তা ও তার স্বামী তারেক দখল করে রেখেছেন এবং ব্যবহার করতে গেলে নানা ভয় দেখানো হয়। তিনি আরও বলেন, “আগের সরকারে কিছু স্থানীয় আওয়ামী লীগ নেতার মাধ্যমে আমাকে হয়রানি করা হয়েছে। এখন বিএনপির নেতাদের সঙ্গে সখ্য গড়ে একই হুমকি-ধমকি চালাচ্ছে তারেক। সে স্পষ্ট জানিয়ে দিয়েছে, খুলনায় গেলে জীবিত ফিরতে পারব না।”

অভিযোগ সম্পর্কে তারেক আহমেদ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করেননি। চিত্রনায়িকা পপি বর্তমানে নিজের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগে রয়েছেন এবং প্রশাসনের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। উল্লেখ্য, চলতি বছরের জুলাইয়ে পপির অন্য চাচা মিয়া বাবুল হোসেনও তারেক আহমেদ চৌধুরীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছিলেন।

 

আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!