ভারতীয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর শুটিং সেটে পায়ে চোট পেয়েছেন। তড়িঘড়ি তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়েছে, তবে সুস্থতার খবর হলো, আঘাত গুরুতর হলেও বড় কোনো বিপদ ঘটেনি। চিকিৎসকদের পরামর্শে বর্তমানে তিনি সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শ্রদ্ধা বর্তমানে ‘ঈথা’ নামক সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটি প্রখ্যাত মারাঠি লোকশিল্পী বিঠাবাঈ ভাঊ মঙ্গ নারায়ণগাঁওকরের জীবনকাহিনী নিয়ে নির্মিত। চিকিৎসকরা জানিয়েছেন, ভয়ের কোনো কারণ নেই। তবে পায়ের ব্যথা কমাতে এবং ধকল কাটাতে তাকে কয়েক দিন বিশ্রামে থাকতে হবে। আশা করা যাচ্ছে, সুস্থ হয়ে খুব শীঘ্রই তিনি আবারও শুটিং সেটে ফিরবেন।
ঘটনাটি ঘটে যখন শ্রদ্ধা সিনেমার একটি বিশেষ দৃশ্যে মারাঠি ঐতিহ্যবাহী ‘লাভনি’ নাচের শুট করছিলেন। নাচের জন্য পরা অত্যন্ত জাঁকালো সাজপোশাক, ভারী শাড়ি ও গয়না মিলিয়ে তার শরীরে প্রায় ১৫ কেজি বাড়তি ওজন ছিল। কোমরে বাঁধা ভারী কোমরবন্ধনী দ্রুতগতিতে নাচার সময় খুলে গিয়ে সরাসরি তার পায়ের ওপর পড়ে। এতে পায়ে প্রচণ্ড আঘাত পান অভিনেত্রী।
আরএস
No comments yet. Be the first to comment!