ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি নিজের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। পারিবারিক জমি–জমা ও সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দীর্ঘদিন ধরে তিনি নিয়মিত হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন এই অভিনেত্রী।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে পপি জানান, প্রায় এক বছর ধরে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। তার দাবি, চাচাতো বোনের স্বামী তারেক আহমেদ চৌধুরীর দিক থেকেই আসছে এসব হুমকি। হুমকির ভয়ে তিনি এমনকি নিকটাত্মীয়ের মৃত্যুসংবাদ পেয়ে খুলনায় যেতে পারেননি। পপির ভাষায়, “তারেক আমাকে ফোন করে জানায়, খুলনায় গেলে আমাকে মারার চেষ্টা করা হবে। নিজের নিরাপত্তার কথা ভেবে যাওয়া সম্ভব হয়নি।” অভিনেত্রীর অভিযোগ, ২০০৭ সালে চাচা কবির হোসেনের কাছ থেকে কেনা জমি এখন দখল করে রেখেছেন তার চাচাতো বোন মুক্তা ও তার স্বামী তারেক। জমি ব্যবহার করতে গেলে নানা রকম ভয়ভীতি ও বাধার মুখে পড়তে হয় বলে দাবি পপির। তিনি আরও জানান, অতীতেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাকে হয়রানি করা হয়েছে।
এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন পপি। অন্যদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তারেক আহমেদ চৌধুরী বলেন, অভিযোগ সম্পূর্ণ ‘ভিত্তিহীন’ এবং তিনি কাউকে হুমকি দেননি। সম্পত্তি নিয়ে এ বিরোধ নতুন নয়। চলতি বছরের জুলাই মাসে পপির আরেক চাচা মিয়া বাবুল হোসেনও একই ব্যক্তির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করেন এবং সংবাদ সম্মেলন করেন। এর আগে ফেব্রুয়ারিতে পপির বিরুদ্ধেও জমি দখলচেষ্টার অভিযোগ ওঠে। সে সময় সোনাডাঙ্গা থানায় পপির বোন ফিরোজা পারভীন তার বিরুদ্ধে জিডি করেন। ওই ঘটনার পরই পপি স্বামী–সন্তানসহ প্রকাশ্যে আসেন।
বিতর্কের এই পরিস্থিতিতে পপি জানিয়েছেন, আপাতত নতুন কোনো চলচ্চিত্রে অভিনয়ে ফেরার সম্ভাবনা খুবই কম।
আরএস
No comments yet. Be the first to comment!