সিনেমা ও রাজনীতির মাঝে সময় কাটানো চিত্রনায়িকা মাহিয়া মাহি দীর্ঘ সময় পর দেশের বাইরে রয়েছেন। চলতি বছরের জুনে তিনি ছায়া ফেরার মতো দেশ ছাড়েন এবং যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থায়ী হয়েছেন।
ছয় মাসের বেশি সময় ধরে মাহি যুক্তরাষ্ট্রে থাকলেও তার একমাত্র ছেলে ফারিশ ভারতে থাকায় মা–ছেলের দূরত্ব অনুভব করছেন তিনি।
শনিবার নিজের ফেসবুক পেজে একাধিক ছবি পোস্ট করে কান্নার ইমোজি দিয়ে মাহি লিখেছেন, “আমার রুহটা ইন্ডিয়ায়, আর আমি আমেরিকায়।” মাহি জানান, ছেলের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে ভিডিও কল। ফারিশের হাসি দেখলেই তার চোখ ভিজে ওঠে। তিনি বলেন, “ছেলেটাকে খুব ছুঁয়ে দেখতে মন চায়। জড়িয়ে ধরে আদর করতে ইচ্ছা করে। কিন্তু ভিডিও কলে কি আর তা সম্ভব! মনটা চায়, দৌড়ে গিয়ে ছেলেটাকে বুকের ভেতর শক্ত করে জড়িয়ে ধরি।”
তবে ভালো খবর হলো, মাহিয়া মাহি সিনেমায় ফিরছেন। নতুন সিনেমার নাম ‘অন্তর্যামী’, যা প্রযোজনা করবেন জাজ মাল্টিমিডিয়া এবং পরিচালনা করবেন সৈকত নাসির। মাহি এবার নতুন করে পর্দায় নিজের উপস্থিতি দেখাবেন।
আরএস
No comments yet. Be the first to comment!