বিনোদন

‘এমন কোনো কথা বলতে চাই না, যেটা বিতর্ক সৃষ্টি করবে’ : অপু বিশ্বাস

আপডেট: ডিসে ০১, ২০২৫ : ০৭:৫৩ এএম ২৪
‘এমন কোনো কথা বলতে চাই না, যেটা বিতর্ক সৃষ্টি করবে’ : অপু বিশ্বাস

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। সামনে আসছে তাঁর নতুন রোমান্টিক-অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবি, যেখানে নায়ক হিসেবে থাকছেন আদর আজাদ। শিগগিরই শুরু হবে ছবিটির শুটিং। নতুন কাজের এমন ব্যস্ততার মাঝেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

ব্যক্তিগত জীবন নিয়ে বারবার আলোচনায় আসা প্রসঙ্গে বেশ স্পষ্ট অবস্থান রাখলেন নায়িকা। “এমন কোনো কথা আমি আপনাদেরকে বলে বিতর্ক সৃষ্টি করব না, যেটা দিয়ে বারবার আমাকেই তীর ছুড়ে দেবেন। এমন কোনো টপিক আমি মিডিয়াতে বলবো না, যেটা আমাকেই প্রশ্নবিদ্ধ করবে।” তিনি আরও জানান, পেশাগত জায়গায় দাঁড়িয়ে ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করলে তিনি উত্তর দিতে চান না।

“মানুষ নাকি ভালোবাসা পেলে সুন্দর হয়। আমি মনে হয় ভক্ত-দর্শকদের ভালোবাসাই পাই, তাই সুন্দর হয়েছি।” ছেলে জয় ও শাকিব খান প্রসঙ্গে পরামর্শ দিয়েছেন শাকিবই অনুষ্ঠানে এক সাংবাদিক তাঁর ছেলে জয় ও শাকিব খানের সম্পর্ক নিয়ে প্রশ্ন করলে মৃদু হাসেন অপু।

“আচ্ছা, বাবা–ছেলের সম্পর্ক প্রশ্নবিদ্ধ হয় নাকি?” পরে জানান, ব্যক্তিজীবন নিয়ে নীরব থাকার পরামর্শ শাকিব খানই দিয়েছেন তাঁকে। নায়িকার ভাষায়, “তিনি বলেছিলেন, ক্যামেরার সামনে তুমি শুধু অপু বিশ্বাস—শুধু তোমার কাজের জায়গাটাই তুলে ধরো। ব্যক্তিজীবন নয়।” সামনে নতুন ছবির শুটিং ডিসেম্বরে শুরু হওয়ার কথা নতুন ছবিটির শুটিং। দীর্ঘদিন পর বড় পর্দায় নিয়মিত ফেরার প্রত্যাশায় আছেন এই তারকা।

 

আরএস

Tags:
অপু বিশ্বাস জনপ্রিয় চিত্রনায়িকা

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!