বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান আবারও আইনি ঝামেলায় জড়ালেন। ব্যাঙ্গালুরুর একটি নাইটক্লাবে অশালীন অঙ্গভঙ্গি—বিশেষ করে মধ্যমা প্রদর্শনের অভিযোগে তাঁর বিরুদ্ধে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনায় শিগগিরই তাঁকে পুলিশের জেরার মুখোমুখি হতে হতে পারে।
ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানায়, ব্যাঙ্গালুরুর এক আইনজীবী ওয়াইজ হুসেইন এই অভিযোগ জমা দেন। শুধু থানায় নয়, তিনি কর্ণাটক রাজ্য মহিলা কমিশনের কাছেও অভিযোগ করেছেন। তাঁর দাবি, আরিয়ানের ওই আচরণে অনুষ্ঠানে উপস্থিত বহু নারী অপমানিত বোধ করেছেন। এ কারণে শাহরুখপুত্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
গত ২৮ নভেম্বর বন্ধুবান্ধবদের সঙ্গে ব্যাঙ্গালুরুর ওই নাইটক্লাবে হাজির হয়েছিলেন আরিয়ান। তাঁর সঙ্গে ছিলেন কর্ণাটকের মন্ত্রী জমির আহমেদের ছেলে জায়েদ খান এবং স্থানীয় বিধায়ক এনএ হ্যারিসের ছেলে মোহাম্মদ নালাপদ। ক্লাবের অতিথিদের উচ্ছ্বাস দেখে আরিয়ান বারান্দায় দাঁড়িয়ে মধ্যমা প্রদর্শন করেন—এমন দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়। মুহূর্তটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। ঘটনার পর ব্যাঙ্গালুরুর বহু বাসিন্দা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ জানিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছিলেন। সেই দাবির প্রেক্ষিতে এবার থানায় আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়ল।
আরএস
No comments yet. Be the first to comment!