বিনোদন

অভিনয়কে বিদায়, দ্বিনের পথে মৌ খান

আপডেট: ডিসে ০৬, ২০২৫ : ০৬:২৬ এএম ১৩
অভিনয়কে বিদায়, দ্বিনের পথে মৌ খান
সংগৃহীত ছবি

ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা মৌ খান হঠাৎ করে অভিনয় জগৎকে বিদায় জানিয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক পোস্টে তিনি জানিয়েছেন, দ্বিনের আলোয় জীবন কাটানোই তার নতুন লক্ষ্য।

মৌ খান লিখেছেন, “আমার ব্যক্তিগত সিদ্ধান্ত থেকে জানাতে চাই, আমি আর আমার অভিনয় ক্যারিয়ার চালিয়ে যেতে চাই না। এটি সম্পূর্ণভাবেই আমার নিজস্ব ও ভেবেচিন্তে নেওয়া সিদ্ধান্ত।” তিনি আরও জানিয়েছেন, জীবন কাটাবেন নামাজ, কোরআন ও দ্বিনের আলোকে অনুসরণ করে, এবং রাসুল (সঃ)-এর সুন্নাহ অনুযায়ী আগামী জীবন গড়বেন।

অভিনয় ছেড়ে দেওয়ার এই সিদ্ধান্তের প্রেক্ষিতে তিনি বলেন, “যে কয়েকটি সিনেমার কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে, সেগুলো সম্মানিত পরিচালকদের অনুরোধ—দয়া করে নিজেরাই সম্পন্ন করুন। আমি আমার হাতে থাকা কাজ শেষ করে দেব। আমি আর অভিনয় জগতে যুক্ত থাকতে চাই না। সামনে ইনশাআল্লাহ হালাল জীবনযাপন ও ব্যবসার মাধ্যমে রিজিকের ব্যবস্থা করব।”

মৌ খান শেষমেশ অভিনেত্রীদের অনুরোধ করেছেন, “আপনাদের যে ভালোবাসা ও সঙ্গ আমি এতদিন পেয়েছি, তা চিরকাল অমূল্য হয়ে থাকবে। আমাকে দোয়ায় রাখবেন যাতে আমি আল্লাহর পথে দৃঢ় থাকতে পারি।” এদিকে, এই ঘোষণার পর থেকে সোশ্যাল মিডিয়ায় তার ভক্ত এবং সহকর্মীরা মৌ খানের নতুন পথের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন।

 

আরএস

Tags:
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা মৌ খান

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!