ভারতীয় বাংলা টিভি সিরিয়াল প্রোফেসর বিদ্যা ব্যানার্জি–তে ‘Knowledge’ শব্দের বানান ভুল লেখাকে কেন্দ্র করে চলমান সমালোচনার পর অবশেষে দর্শকদের কাছে ক্ষমা চাইলেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। সিরিয়ালের একটি দৃশ্যে ব্ল্যাকবোর্ডে শব্দটির বানান ভুল (‘Knowlege’) লেখা হলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ভাইরাল হওয়া দৃশ্যে দেখা যায়, শিক্ষিকার ভূমিকায় থাকা স্বস্তিকার হাতেই ভুলটি হয়েছে। শিক্ষামূলক প্রেক্ষাপটের একটি সিরিয়ালে এমন ভুল নিয়ে দর্শকদের একটি অংশ তীব্র সমালোচনা শুরু করে। অনেকে শিল্পীদের দায়িত্ববোধ এবং শিক্ষাগত মান নিয়েও প্রশ্ন তোলেন।
সমালোচনার মুখে শুক্রবার রাতে লাইভে এসে স্বস্তিকা বলেন, ‘এটা আমার ভুল। আমরা স্বীকার করছি। ২১ মিনিটের পর্ব বানাতে যে চাপ থাকে, তার মাঝেই এই ভুল হয়ে গেছে। তবে ভুল তো ভুলই।’ তিনি আরও জানান, দৃশ্য ধারণের তাড়াহুড়োর মধ্যে ব্ল্যাকবোর্ডে লিখতে গিয়ে ভুলটি হয়। লাইভে হাত জোড় করে ও কান ধরে ক্ষমা চান তিনি। ‘আমাদের যতটা অশিক্ষিত ভাবছেন, আমরা ততটা নই,’—যোগ করেন অভিনেত্রী।
স্বস্তিকা জানান, ভুল হলে শাস্তি নিতে হয়—শিক্ষিকা বিদ্যা ব্যানার্জির চরিত্রের উদাহরণ টেনে তিনি বলেন, দর্শকদের কটাক্ষ না করে তাঁদের পরামর্শ ও ভালোবাসা সিরিয়ালটিকে আরও ভালো করতে উৎসাহ দেয়। একই সঙ্গে তিনি পুরো নির্মাতা টিমের কঠোর পরিশ্রমের কথা উল্লেখ করে বলেন, ছোট ভুলের কারণে যেন তাঁদের প্রচেষ্টা অবমূল্যায়ন না করা হয়। সিরিয়ালটি সম্প্রচারের অল্প সময়ের মধ্যেই টিআরপি তালিকায় শীর্ষে উঠে এসেছে বলে জানান স্বস্তিকা। দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘এই ভালোবাসার কারণেই আমরা আরও সাবধানে কাজ করব।’
আরএস
No comments yet. Be the first to comment!