ঢালিউডের তরুণ প্রজন্মের আলোচিত চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্তী আবারও হাজির হয়েছেন বোল্ড ও গ্ল্যামারাস লুকে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তার নতুন একটি ফটোসেট ইতিমধ্যে নেটিজেনদের নজর কেড়েছে।
গিয়াস উদ্দিন সেলিমের কাজলরেখা দিয়ে বড় পর্দায় পথচলা শুরু মন্দিরার। এরপর আরিফিন শুভর সঙ্গে নীলচক্র–তে অভিনয় করে আরও পরিচিত হয়ে ওঠেন তিনি। সময়ের সঙ্গে পর্দা এবং সামাজিক যোগাযোগমাধ্যম—দুই জায়গাতেই নিজের দৃশ্যমান উপস্থিতিতে জনপ্রিয়তা বাড়িয়েছেন এই অভিনেত্রী।
শনিবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি শেয়ার করেন মন্দিরা। ছবিতে দেখা যায়, তিনি পরেছেন চকলেট–রঙা স্লিভলেস বডিকন গাউন, যেখানে সোনালি স্ট্র্যাপ ও বুক–কোমরের কার্ভি ফিটিং তার লুককে করেছে আরও নজরকাড়া। খোলা ঢেউ খেলানো চুল, হাতের ভারী মেটাল বালা ও আঙুলের আংটি মিলিয়ে পুরো সাজেই ছিল বোল্ডনেস ও আবেদনময়ী ছোঁয়া। ছবির ক্যাপশনও ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। সেখানে মন্দিরা লিখেছেন, ‘মাদকের মতো হও, তাদেরকে তোমার জন্য মরতে দাও।’ পোস্টটি প্রকাশের পরপরই ভক্তদের মন্তব্যে ভরে ওঠে তার পেজ। অনেকে তার স্টাইল, আত্মবিশ্বাস এবং নতুন লুকের প্রশংসা করেছেন।
অভিনয়ের আগে নৃত্যশিল্পী হিসেবে পরিচিত ছিলেন মন্দিরা। ছোটবেলা থেকে কত্থক নাচের প্রশিক্ষণ নেওয়া এই শিল্পী তিনবার জাতীয় পুরস্কার পেয়েছেন নৃত্যে। ২০১২ সালে ‘সেরা নাচিয়ে’ প্রতিযোগিতায় রানার্স আপ হওয়ার পর নাটক ও বিজ্ঞাপনে অভিনয় শুরু করেন তিনি। পরে যুক্ত হন চলচ্চিত্রে। এখন পর্যন্ত দুটি সিনেমায় অভিনয় করলেও বর্তমানে তার নতুন কোনো ছবির খবর পাওয়া যায়নি।
আরএস
No comments yet. Be the first to comment!