মডেলিং থেকে অভিনয়, প্রায় চারশোরও বেশি নাটকে অভিনয় করেছেন কেয়া পায়েল। ২০২০ সাল থেকে নিয়মিত অভিনয় করলেও এখনও বিয়ে করেননি, যা নিয়ে ভক্ত ও অনুরাগীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে বিয়ে বিষয়ে নিজের ভাবনা জানিয়েছেন কেয়া পায়েল। তিনি বলেন, “বিয়ে যদি করি, সবাইকে জানিয়েই করব। বিয়ে জানিয়ে করাটাই সুন্দর। জীবনের এত সুন্দর পথচলায় আমি চাই সবার আশীর্বাদ থাকুক।”
তিনি আরও বলেন, “সব মেয়েরই উচিত স্বাধীনভাবে চলা। যে পরিবারে আমার বিয়ে হবে, আমি চাই তারা আমাকে আপন করে নিক। আমিও তাদের আপন করে নেব। এক জীবন কাটিয়েছি মা–বাবার সঙ্গে, আরেক জীবন কাটাব আরেক মা–বাবার সঙ্গে। তখন নতুন করে আরেক কেয়া পায়েলের জন্ম হবে।” কেয়া পায়েল বিয়ের সুনির্দিষ্ট সময় প্রকাশ না করলেও বলেন, বিয়ের ক্ষেত্রে তিনি শুধুমাত্র সৃষ্টিকর্তার ওপরই ভরসা রাখেন।
আরএস
No comments yet. Be the first to comment!