বিনোদন

‘কোনো রাজনৈতিক দলে যোগ দিতে চাই না’—সোহিনী সরকার

আপডেট: ডিসে ০৯, ২০২৫ : ০৪:৫৩ পিএম ১৮
‘কোনো রাজনৈতিক দলে যোগ দিতে চাই না’—সোহিনী সরকার

অভয়া কাণ্ডের পর থেকেই টলিউড অভিনেত্রী সোহিনী সরকারকে ঘিরে শুরু হয়েছিল রাজনৈতিক গুঞ্জন। সামাজিক ইস্যুতে তাঁর সরব অবস্থান দেখে অনেকেই ধরে নিয়েছিলেন—অচিরেই তাকে দেখা যাবে রাজনৈতিক মঞ্চে। টলিউডে এর আগেও যে রকম বহু শিল্পী সামাজিক আন্দোলন থেকে সরাসরি দলে যোগ দিয়েছেন, সোহিনীর ক্ষেত্রেও সেই সম্ভাবনা নিয়েই জল্পনা চলছিল।

তবে অভয়া কাণ্ডের এক বছর পেরিয়েও কোনো রাজনৈতিক দলে তাকে যুক্ত হতে দেখা যায়নি। এরমধ্যে ‘রঘু ডাকাত’ ছবির প্রচারে এক তৃণমূল নেতার সঙ্গে তাঁর নাচের মুহূর্ত ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়। এমনকি তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষও এ নিয়ে তির্যক মন্তব্য করেছিলেন। শেষ পর্যন্ত নিজের অবস্থান পরিষ্কার করলেন সোহিনী সরকার। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন—রাজনীতিতে তাঁর কোনো আগ্রহ নেই।

সোহিনীর ভাষায়, ‘আমার কাছে যদি প্রস্তাবও আসে, আমি কোনোভাবেই, কোনো রাজনৈতিক দলে যোগদান করতে চাই না। তৃণমূল, কংগ্রেস, বিজেপি বা সিপিএম—কোনো দলেরই অংশ হতে চাই না।’ তিনি আরও বলেন, ‘আমি যদি কোনো দলের অংশ হয়ে যাই, তাহলে আর কিছুই বলতে পারব না। আমাকে পুরোপুরি চুপ হয়ে যেতে হবে।’

সাম্প্রতিক বছরগুলোতে টলিউড তারকাদের রাজনীতিতে সক্রিয় উপস্থিতি বেড়েছে। দেব, মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে আরো অনেকে সক্রিয় রাজনীতিতে যুক্ত হয়েছেন। তবে সোহিনী স্পষ্ট জানিয়ে দিলেন—তিনি সেই পথে হাঁটছেন না।


আরএস

Tags:
অভিনেত্রী

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!