বিনোদন

বাথটাবের ছবি পোস্ট করে কটাক্ষের মুখে শ্রাবন্তী

আপডেট: ডিসে ১০, ২০২৫ : ০৭:০৭ এএম ১৯
বাথটাবের ছবি পোস্ট করে কটাক্ষের মুখে শ্রাবন্তী

টলিউডের আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার কেন্দ্রে। ব্যক্তিজীবন ও ক্যারিয়ার— দুই মিলেই প্রায়ই আলোচনায় থাকেন তিনি। এবার নতুন করে বিতর্ক তৈরি হয়েছে তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করা এক ছবিকে ঘিরে।

সম্প্রতি একটি বাথটাবে ফেনায় ঘেরা অবস্থায় ছবি পোস্ট করেন শ্রাবন্তী। সোনালি রঙের বিকিনি ও পরিচিত হাসি— সব মিলিয়ে ছবিটি মুহূর্তেই আলোচনার জন্ম দেয়। সঙ্গে ক্যাপশনে লেখেন, ‘নিজেকে সিক্ত করতে থাকুন।’ ছবি প্রকাশের পরপ্রথম দিকে অনুরাগীদের অনেকে প্রশংসায় ভরিয়ে দেন মন্তব্য বাক্স। কেউ লেখেন, ‘চাহনিটা অসাধারণ।’ আরেকজন মন্তব্য করেন, ‘অসাধারণ সুন্দর।’

তবে প্রশংসার পাশাপাশি সমালোচনাও কম আসেনি। একাধিক নেটিজেন কটাক্ষ করে লেখেন, ‘এখনও এসব ছবি দিতেই হবে?’ আরেকজন তির্যকভাবে মন্তব্য করেন, ‘বয়স বাড়লেও রং দেখানো থামছে না।’ কেউ কেউ ঠাট্টা করে লেখেন, ‘শীতে বাথটাবে এতক্ষণ থাকা যায়?’

শ্রাবন্তীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের ট্রল নতুন নয়। ব্যক্তিজীবনে একাধিকবার বিয়ে ও বিচ্ছেদের পরও তিনি নিয়মিতই এ ধরনের মন্তব্যের শিকার হন। এদিকে তাঁর সাবেক দুই স্বামী নতুন সংসার শুরু করলেও শ্রাবন্তী এখনো একাই আছেন। তবে ব্যক্তিগত সমালোচনায় বিচলিত না হয়ে কাজ এবং নিজের জীবন নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন তিনি— এমনটাই মনে করেন তাঁর ঘনিষ্ঠজনেরা। সব মিলিয়ে, এক টুকরো ছবিতেই আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে টলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী।


আরএস

Tags:
অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ভারত

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!