বিনোদন

যা রটবে তা সব সময় বিশ্বাস করবেন না : ঐশ্বরিয়া রাই

আপডেট: ডিসে ১০, ২০২৫ : ০৭:১১ এএম ১৯
যা রটবে তা সব সময় বিশ্বাস করবেন না : ঐশ্বরিয়া রাই

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মেয়ে আরাধ্যাকে নিয়ে ছড়িয়ে পড়া ভুয়া তথ্য ও ভুয়া অ্যাকাউন্টের বিষয়ে সরাসরি সতর্কবার্তা দিয়েছেন। একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বলেন, আরাধ্যার নামে যেসব প্রোফাইল দেখা যাচ্ছে, সবই ভুয়া— আরাধ্যার কোনো সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট নেই।

ঐশ্বরিয়া বলেন, ‘আমি জানি, আপনারা আমাকে, অভিষেককে এবং আমাদের পুরো পরিবারকে ভালোবাসেন। সে কারণেই আমাদের নিয়ে আপনাদের আগ্রহ থাকাটা স্বাভাবিক। কিন্তু যা রটবে, তা সব সময় বিশ্বাস করবেন না। আমার মেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেই— এটা পরিষ্কারভাবে বলা দরকার।’ সম্প্রতি দিল্লি উচ্চ আদালত বচ্চন পরিবারের পক্ষে রায় দেয়। তাঁদের ছবি বা ভিডিও ব্যবহার করার ক্ষেত্রে সম্মতির প্রয়োজন— এমন নির্দেশনা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ঐশ্বরিয়া। আদালতও ব্যক্তিগত অধিকার রক্ষায় তাঁদের অবস্থানকে সমর্থন করে।

অনলাইনে আরাধ্যাকে নিয়ে নিয়মিত নানা ছবি, ভিডিও ও মন্তব্য ছড়ানো নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ঐশ্বরিয়া। তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে সময় কাটানো নিয়ে সবারই সচেতন হওয়া উচিত। বিশেষ করে নির্দিষ্ট সময়ের পর দূরত্ব বজায় রাখা জরুরি।’ নিজের ক্ষেত্রেও তিনি একই নীতি অনুসরণ করেন বলেও জানান এই অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিড়ের মাঝেই ব্যক্তিজীবন ও সন্তানের গোপনীয়তা রক্ষা নিয়ে বলিউড তারকার এই সতর্কবার্তা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!