প্রায় এক দশক পর বড় পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। রায়হান খানের নতুন সিনেমা ‘ট্রাইব্যুনাল’ দিয়ে আবারও সিনেমায় দেখা যাবে তাঁকে। ছবিটি নিয়ে গত মঙ্গলবার আয়োজিত এক অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতা ও প্রত্যাবর্তন প্রসঙ্গে কথা বলেন তিনি।
তানিয়া জানান, দীর্ঘদিন ধরে তাঁকে করা হচ্ছিল একই প্রশ্ন— তিনি কি আবার সিনেমায় ফিরবেন? এই ফিরে আসাই সেই প্রশ্নের জবাব বলে মনে করেন অভিনেত্রী। তিনি বলেন, ‘প্রায় ১০ বছর পর সিনেমায় ফিরছি। গল্প আর নির্মাতা— এই দুই কারণে কাজটি করছি। আমার চরিত্রটি সেরা ভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি এটি হবে অসাধারণ একটি চলচ্চিত্র।’ দীর্ঘ বিরতির কারণ ব্যাখ্যা করতে গিয়ে তানিয়া বলেন, বড় পর্দায় কাজ করতে হলে প্রস্তুতি ও সক্ষমতা জরুরি। তাই নিজেকে গড়ে তুলতেই তিনি এত দিন ছোট পর্দায় নিয়মিত ছিলেন। ‘সিনেমা অনেক বড় ক্যানভাস। এখানে টিকে থাকতে হলে যোগ্যতা লাগে। তাই ছোট পর্দায় কাজ করে নিজেকে প্রস্তুত করেছি। এখন থেকে নিয়মিত সিনেমায় কাজ করতে চাই,’ জানান তিনি।
তানিয়া বৃষ্টি পরিষ্কারভাবে জানান, সিনেমায় আসা মানেই নাটক ছেড়ে দেওয়া নয়। তাঁর ভাষায়, ‘নাটকের মাধ্যমেই দর্শক আমাকে চেনেন। এই প্ল্যাটফর্ম ছাড়া তো কেউ আমাকে চিনত না। তাই সিনেমা করলে নাটক ছাড়তে হবে— এমন কোনো কথা নেই।’
২০১২ সালে শোবিজে পথচলা শুরু করেন তানিয়া বৃষ্টি। ২০১৫ সালে আকরাম খানের ‘ঘাসফুল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। এরপর ছোট পর্দাতেই নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। দীর্ঘদিন পর ‘ট্রাইব্যুনাল’ সিনেমার মধ্য দিয়ে আবারও চলচ্চিত্রে নিয়মিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন এই অভিনেত্রী।
আরএস
No comments yet. Be the first to comment!