বিনোদন

কালো শাড়িতে গ্ল্যামারাস পূর্ণিমা

আপডেট: ডিসে ১১, ২০২৫ : ০৫:৩৯ পিএম
কালো শাড়িতে গ্ল্যামারাস পূর্ণিমা

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা বরাবরই রূপ, অভিনয় আর ব্যক্তিত্বে মুগ্ধ করে আসছেন দর্শকদের। নব্বই দশকের শেষ দিকে বড় পর্দায় যাত্রা শুরু করা এই অভিনেত্রী আড়াই দশক পেরিয়েও ধরে রেখেছেন সেই চেনা লাস্যময়ী আবেদন।

সামাজিক যোগাযোগমাধ্যমেও পূর্ণিমার উপস্থিতি দারুণ সক্রিয়। নিয়মিত নিজের ছবি শেয়ার করেন তিনি; আর ভক্তরা সেগুলোতে ভালোবাসা, প্রশংসা আর সৌন্দর্যবিষয়ক নানা মন্তব্যে ভরিয়ে দেন। বিশেষ করে তাঁর ‘বয়স–না–বাড়ার’ রহস্য নিয়ে ভক্তদের কৌতূহল সব সময়ই থাকে। আজ বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন কয়েকটি ছবি প্রকাশ করেন পূর্ণিমা। ছবিতে দেখা যায়—কালো রঙের শাড়িতে সজ্জিত তিনি; সঙ্গে মিলিয়ে গহনা। ক্যাপশনে লিখেছেন, ‘ব্ল্যাক ইজ মাই হ্যাপি কালার।’

ছবি প্রকাশের পরই মন্তব্যের ঢল নামে। কেউ লিখেছেন, ‘আপনি সেই আগের মতোই সুন্দর।’ আরেকজনের মন্তব্য, ‘বয়স বাড়েনি, দিনে দিনে আরও সুন্দর হচ্ছেন।’ কেউ কেউ লিখেছেন, ‘কালোতে আপনাকে সবচেয়ে ভালো লাগে।’ তাঁর নতুন স্টাইল, মেকআপ থেকে শুরু করে ফ্যাশন সেন্স—সবকিছুরই প্রশংসা করেছেন নেটিজেনরা।

২০০৩ সালে ভারত–বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবি ‘মনের মাঝে তুমি’ দিয়ে পূর্ণিমা এক লাফে জনপ্রিয়তার শীর্ষে উঠে আসেন। পরে এস এ হক অলিক পরিচালিত ‘হৃদয়ের কথা’ (২০০৬) ছবিতে অভিনয়ও তাঁকে এনে দেয় ব্যাপক প্রশংসা। দুই দশকের বেশি সময় ধরে পর্দায় নিয়মিত উপস্থিতি, সৌন্দর্য আর অভিনয়–দক্ষতায় আজও সমানভাবে প্রাসঙ্গিক এই অভিনেত্রী।


আরএস

Tags:
জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!