বিনোদন

বাংলাদেশের সিনেমার ইতিহাসে এমন মেকআপ আগে দেখা যায়নি: তানিয়া বৃষ্টি

আপডেট: ডিসে ১৪, ২০২৫ : ০৬:০১ এএম
বাংলাদেশের সিনেমার ইতিহাসে এমন মেকআপ আগে দেখা যায়নি: তানিয়া বৃষ্টি

ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি এবার রূপালি পর্দায় অভিষেক করতে যাচ্ছেন রায়হান খানের নতুন সিনেমা ‘ট্রাইব্যুনাল’-এর মাধ্যমে। তবে তার প্রত্যাবর্তন কেবল অভিনয় নয়, বরং নিজেকে ভেঙে নতুন উচ্চতায় পৌঁছানোর এক অনন্য গল্প।

সম্প্রতি সিনেমার সংবাদ সম্মেলনে তানিয়া বৃষ্টি জানান, সিনেমার বিশেষ একটি চরিত্রে অভিনয় করতে তাকে জটিল প্রস্থেটিক মেকআপ নিতে হয়েছে। তিনি বলেন, “মেকআপ ডিপার্টমেন্টের অক্লান্ত পরিশ্রমে এই লুকে পৌঁছাতে প্রতিদিন পাঁচ থেকে ছয় ঘণ্টা সময় দিতে হয়েছে। কিন্তু চ্যালেঞ্জটি শুধু সময়ের ছিল না।”

অভিনেত্রী আরও বলেন, “একবার মেকআপ নেওয়ার পর শুটিং শেষ না হওয়া পর্যন্ত খাওয়া-দাওয়া করা বা ওয়াশরুমে যাওয়ার সুযোগ ছিল না। মানসিক ও শারীরিকভাবে এটি আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল।”

তানিয়া বিশ্বাস করেন, এই কষ্ট দর্শকদের জন্য সার্থক হবে। তিনি জানান, “এই লুকে আমাকে দেখার পর দর্শকরা বড় একটি টুইস্ট পাবেন। ১৯৭১ সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশের সিনেমার ইতিহাসে এমন গেটআপ আগে কখনও দেখা যায়নি। এটি একটি ইউনিক এক্সপেরিয়েন্স হবে।”

শেষে তিনি দর্শকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “প্রেক্ষাগৃহে এসে দর্শকরা দেখবেন আমি এই লুক ফুটিয়ে তুলতে কতটা ত্যাগ স্বীকার করেছি।”


আরএস

Tags:
অভিনেত্রী তানিয়া বৃষ্টি

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!