ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা সম্প্রতি একটি সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন ও নতুন কাজ নিয়ে খোলামেলা আলোচনা করেছেন।
জন্মদিন নিয়ে আগের মতো উচ্ছ্বাস না থাকার বিষয়টি প্রকাশ করে তিনি বলেন, “আমি এখন জন্মদিন নিয়ে আগের মতো এক্সাইটেড হই না। ব্যাক টু ২০২২-এ আমি অনেক উচ্ছ্বাসিত থাকতাম।”
তিনি আরও যোগ করেন, “এটা হয়তো বয়সের কারণে। এখন বয়স হচ্ছে, তাই এক্সাইটমেন্ট আর আসলে নেই। আমি আর এসব নিয়ে আগ্রহী নই।”
অভিনেত্রী শিগগিরই নতুন একটি নাটক ‘লাইফ ইজ বিউটিফুল’-এ দেখা যাবে। নাটকটি শফিকুর রহমান শান্তনুর রচনা ও জয়নীকা চৌধুরীর পরিচালনায় ‘রঙ্গন’ ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হবে। নাটকের নামের সঙ্গে বাস্তব জীবনের পার্থক্য তুলে ধরে তাসনুভা বলেন, “যদিও লাইফ ইজ নট অলওয়েজ বিউটিফুল, লাইফ ইজ রিয়ালি ডিফিকাল্ট।”
আরএস
No comments yet. Be the first to comment!