লাক্স সুন্দরী প্রতিযোগিতার মঞ্চ থেকে শোবিজে পথচলা শুরু করা অভিনেত্রী আজমেরী হক বাঁধন সম্প্রতি নিজেকে ফিট রেখে ৬ মাসে ৭৮ কেজি থেকে ৬০ কেজিতে এসে সকলকে চমকে দিয়েছেন।
৪০ বছরের এই অভিনেত্রী সামাজিক মাধ্যমে পৃথক ছবি শেয়ার করে তার ওজন কমানোর যাত্রার গল্প প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “৭৮ কেজি থেকে ৬০ কেজি—আমি এটি করেছি! মানসিক স্বাস্থ্য, অস্বাস্থ্যকর অভ্যাস ও বংশগত কারণে ওজন বৃদ্ধি হয়েছিল, তবে সঠিক চিকিৎসা, ডিসিপ্লিন এবং আত্মবিশ্বাসের জোরে আমি মাত্র ৬ মাসে ১৮ কেজি কমাতে পেরেছি।”
বাঁধন আরও জানিয়েছেন, তার সবচেয়ে বড় প্রেরণা ছিলেন তার মেয়ে, যিনি তাকে শরীরচর্চা, স্বাস্থ্যকর খাদ্য ও আত্মবিশ্বাস বজায় রাখতে উৎসাহ দিয়েছেন। অভিনেত্রী বলেন, “এটি শুধু ওজন কমানো নয়—এটি নিরাময়, শক্তি ও আত্মসম্মানের প্রতীক। এখনো এগিয়ে চলছি।”
অনুরাগীরা বাঁধনের এই রূপান্তরে মুগ্ধ। একজন লিখেছেন, “ওয়াও! এটা অনুপ্রেরণামূলক।” আরেকজন বলেছেন, “সত্যিই চমৎকার।”
এদিকে বাঁধন বর্তমানে নির্মাতা তানিম নূরের নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এটি হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে। অভিনেত্রী জানিয়েছেন, তার মেয়ে তাকে এই সিনেমায় কাজ করার জন্য উৎসাহ দিয়েছে। তিনি বলেন, “তানিম নূর যখন চরিত্রের কথা বলল, আমার মেয়ে বলল, তুমি এটি করো। অনেক বছর পর হুমায়ূন আহমেদের গল্পে কাজ করার সুযোগ পাচ্ছি, যা আমার কাছে বিশেষ।”
আরএস
No comments yet. Be the first to comment!