ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। কাজের ব্যস্ততায় বেশিরভাগ সময় কলকাতায় একাই থাকেন; সঙ্গী তাঁর দুই পোষ্য। তবে বিশেষ দিন এলেই বাবা–মায়ের জন্য মন কাঁদে অভিনেত্রীর। তেমনই এক বিশেষ দিনে তাঁদের পাশে থাকতে না পারার আক্ষেপ প্রকাশ করেছেন মিমি।
১৪ ডিসেম্বর মিমি চক্রবর্তীর বাবা–মায়ের ৪০তম বিবাহবার্ষিকী। দিনটি উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে বাবা–মায়ের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতার বার্তা দিয়েছেন তিনি। সঙ্গে ভাগ করে নিয়েছেন অতীতের কিছু স্মরণীয় মুহূর্তের ছবি। ক্যাপশনে মিমি লিখেছেন, ‘শুভ ৪০তম বিবাহবার্ষিকী মা–বাবা। আজ বাড়িতে থাকার সব আনন্দ ভীষণভাবে মিস করছি।’
প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, বিভিন্ন সময়ে বাবা–মায়ের সঙ্গে ভ্রমণের মুহূর্ত। একটি ছবিতে রয়েছে তাঁদের বিয়ের সময়ের পুরোনো স্মৃতি। সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা–মায়েরা নিজেদের অনেক আনন্দ বিসর্জন দেন—সে কথাও যেন ছবিগুলোতে উঠে এসেছে।
বর্তমানে কাজের সূত্রে কলকাতা থেকে দূরে রয়েছেন মিমি চক্রবর্তী। তবে কাজের ফাঁকে সময় পেলেই বাবা–মায়ের সঙ্গে কাটানো মুহূর্তগুলোকে স্মৃতিতে ধরে রাখেন তিনি। বিশেষ দিনে দূরত্ব থাকলেও ভালোবাসা যে অটুট, তা স্পষ্ট অভিনেত্রীর বার্তায়।
আরএস
No comments yet. Be the first to comment!