ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান মানেই পর্দায় নতুনত্ব। ক্যারিয়ারের দুই দশক পেরিয়েও প্রতিটি সিনেমায় ভিন্ন লুক ও অভিনয়ের বৈচিত্র্যে দর্শকদের সামনে হাজির হচ্ছেন তিনি। নিজেকে বারবার বদলে ফেলার এই ধারাবাহিকতার পেছনের দর্শন এবার নিজেই জানালেন শাকিব খান।
সম্প্রতি নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি নতুন ছবি প্রকাশ করেন এই মেগাস্টার। সেখানে চিরচেনা স্টাইলিশ লুকে দেখা যায় তাঁকে। ছবিটি প্রকাশের পর এক ভক্ত মন্তব্য করে জানতে চান, কীভাবে একজন মানুষ এত দ্রুত ও নিয়মিত নিজেকে পরিবর্তন করতে পারেন।
ভক্তের প্রশ্নের জবাবে শাকিব খান লেখেন, সময়, অভিজ্ঞতা আর শেখার আগ্রহ থাকলে যে কেউ নিজেকে বদলে ফেলতে পারে। যারা এগোনো বন্ধ করে দেয়, তারা পিছিয়ে পড়ে। নিজের নিরন্তর পথচলার কথা তুলে ধরে তিনি আরও লেখেন, ‘আমি থেমে থাকি না, নিরন্তর চেষ্টা করি, বদলাই। আর বিশ্বাস করি, প্রতিটি দিন নিজেকে আরও ভালোভাবে গড়ে তোলার একটি সুবর্ণ সুযোগ।’
শাকিব খানের এই মন্তব্য ইতিবাচকভাবে নিয়েছেন ভক্ত-অনুরাগীরা। অনেকের মতে, নিজেকে ছাড়িয়ে যাওয়ার এই মানসিকতাই তাঁকে দীর্ঘদিন ধরে সাফল্যের শীর্ষে ধরে রেখেছে।এদিকে আসন্ন একাধিক নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন শাকিব খান। এসব প্রজেক্টে তাঁকে আবারও নতুন কোনো অবতারে দেখার অপেক্ষায় রয়েছেন সিনেমাপ্রেমীরা।
আরএস
No comments yet. Be the first to comment!