বিনোদন

সড়ক দুর্ঘটনায় আহত নোরা ফাতেহি

আপডেট: ডিসে ২১, ২০২৫ : ০৫:২৭ এএম ১৩
সড়ক দুর্ঘটনায় আহত নোরা ফাতেহি

মুম্বাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। দুর্ঘটনায় তাঁর কনকাশন (মস্তিষ্কে আঘাত) হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২০ ডিসেম্বর) রাতে আমেরিকান ডিজে ডেভিড গুয়েটার কনসার্টে অংশ নিতে সানবার্ন ফেস্টিভ্যালের উদ্দেশে যাওয়ার পথে নোরার গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনায় জড়িত গাড়িটির চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

দুর্ঘটনার পরপরই নোরাকে নিকটবর্তী একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে সিটি স্ক্যানসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। চিকিৎসকেরা জানান, তাঁর মাথায় রক্তক্ষরণ বা অভ্যন্তরীণ কোনো গুরুতর আঘাত পাওয়া যায়নি। তবে আঘাতজনিত কারণে কনকাশন হয়েছে। চিকিৎসকেরা বিশ্রামের পরামর্শ দিলেও নোরা পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী সানবার্ন ফেস্টিভ্যালে পারফর্ম করার সিদ্ধান্ত নেন। ওই কনসার্টে ডেভিড গুয়েটার সঙ্গে পারফর্ম করার পাশাপাশি তাঁদের আসন্ন একটি আন্তর্জাতিক সিঙ্গেলের ঝলক উপস্থাপনের কথা ছিল।

জানা গেছে, দুর্ঘটনার সময় নোরার গাড়িতে ডেভিড গুয়েটাও উপস্থিত ছিলেন। দুজন একসঙ্গেই সানবার্ন ফেস্টিভ্যালে যাচ্ছিলেন। মাথার যন্ত্রণা নিয়েই নোরা আবার গাড়িতে ওঠেন এবং শেষ পর্যন্ত নির্ধারিত গন্তব্যে পৌঁছে অনুষ্ঠানে অংশ নেন। আহত অবস্থাতেও মঞ্চে ওঠার এই সিদ্ধান্তকে নোরার পেশাদারিত্ব ও দৃঢ় মনোবলের উদাহরণ হিসেবে দেখছেন তাঁর ভক্তরা।

সম্প্রতি মরক্কান বংশোদ্ভূত এই অভিনেত্রী যুক্তরাষ্ট্রের জনপ্রিয় লেট নাইট অনুষ্ঠান ‘দ্য জিমি ফ্যালন শো’তে অভিষেক করেছেন। সেখানে তিনি জ্যামাইকান গায়িকা শেনসিয়ার সঙ্গে ‘হোয়াট ডু আই নো? জাস্ট অ্যা গার্ল’ গানে পারফর্ম করেন। মিউজিকের পাশাপাশি অভিনয়েও ব্যস্ত সময় কাটছে নোরা ফাতেহির। বর্তমানে তিনি দক্ষিণী সিনেমা ‘কাঞ্চনা ৪’ ও ‘কেডি: দ্য ডেভিল’–এ কাজ করছেন। এ ছাড়া চলতি বছরে তাঁর মুক্তিপ্রাপ্ত ও আসন্ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ‘বি হ্যাপি’, ‘উফ ইয়ে সিয়াপা’ এবং ইশান খাট্টারের বিপরীতে ওয়েব সিরিজ ‘দ্য রয়্যালস’।

আরএস

Tags:
নোরা ফাতেহি

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!