ঢাকাই চলচ্চিত্রের গ্ল্যামারাস চিত্রনায়িকা শবনম বুবলী সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও নজর কাড়লেন। সংবাদপাঠিকা হিসেবে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে রূপালি পর্দার ব্যস্ততম অভিনেত্রী তিনি।
সম্প্রতি নিজের ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করা একগুচ্ছ ছবিতে বুবলী বেগুনি রঙের পোশাকে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন। খোলা চুল ও স্নিগ্ধ হাসি তার মোহনীয় রূপকে আরও উজ্জ্বল করেছে। ছবিতে তার উপস্থিতি নেটদুনিয়ায় ভক্তদের মধ্যে উষ্ণতা ছড়াচ্ছে।
ক্যাপশনে বুবলী লিখেছেন, “সবসময়ই হাসার কোনো না কোনো কারণ থাকে, আপনাকে শুধু তা খুঁজে নিতে হবে।” নেটিজেনরা তার রূপ এবং মিষ্টি হাসির প্রশংসা করে বিভিন্ন মন্তব্য করেছেন। এক ভক্ত লিখেছেন, “নীল পরীর মতো লাগছে, খুবই সুন্দর।” অন্য একজন মন্তব্য করেছেন, “বুবলী আপুকে বেগুনি পোশাকে সত্যিই অপূর্ব দেখাচ্ছে।”
প্রসঙ্গত, ২০১৬ সালে চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে বুবলীর। প্রথম ছবিতেই সাবলীল অভিনয়ের স্বাক্ষর রেখেছিলেন তিনি। এরপর থেকে বুবলী দেশের চলচ্চিত্রের শীর্ষ নায়িকাদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
আরএস
No comments yet. Be the first to comment!