ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপুর বিশ্বাস সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নতুন ওয়েস্টার্ন-ফিউশন ফরমাল লুকে হাজির হয়েছেন। ক্যামেরাবন্দি ছবিতে দেখা গেছে, পরনে শুভ্র সাদা রঙের স্টাইলিশ কোট, কানের দুল ও গলার নেকলেসে ফুটে উঠেছে আধুনিক ও আভিজাত্যের ছাপ।
অপুর ক্যাপশনে লিখেছেন, “তুমি যেমনটা পেতে চাও, নিজেকে ঠিক তেমনভাবেই গড়ে তোলো।” এই লুকে তিনি মুহূর্তেই নেটিজেনদের প্রশংসা কুড়েছেন। কমেন্ট বক্সে ভক্তরা তার রূপের লাবণ্য ও চোখের মোহময় চাহনির কথা উল্লেখ করেছেন। একজন লিখেছেন, “অসাধারণ ছবিগুলো, কারো নজর যেন না লাগে মাশাআল্লাহ আপু।” আরেক ভক্ত মন্তব্য করেছেন, “আমার হৃদয়ের আয়নাতে শুধু তোমাকেই দেখি।”
অপুর বিশ্বাস ২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ সিনেমার মাধ্যমে পরিচিতি পান। এর আগে ‘কাল সকালে’ সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন। শাকিব খানের সঙ্গে নিয়মিত জুটি বেঁধে তিনি ঢালিউডে জায়গা করে নিয়েছেন।
আরএস
No comments yet. Be the first to comment!