ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত আবারও আলোচনায়। অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন ও স্পষ্টভাষী মন্তব্যের কারণে যিনি প্রায়ই শিরোনামে থাকেন, তিনি এবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টের মাধ্যমে নতুন করে বিতর্ক ও কৌতূহলের জন্ম দিয়েছেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে মিষ্টি জান্নাত লেখেন, ‘ভদ্র ব্যবহারের কোনো মূল্য নেই এই সমাজে, তাই আবার আগের ফর্মে ফেরত আসলাম।’ তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
হঠাৎ এমন বক্তব্যের পেছনের কারণ নিয়ে অনুসারীদের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। যদিও মিষ্টি জান্নাত পোস্টে বিস্তারিত কিছু জানাননি, তবে নেটিজেনদের একটি বড় অংশ তার বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। অনেকেই মন্তব্যের ঘরে লিখেছেন, ‘একদম ঠিক কথা বলেছেন’ কিংবা ‘সঠিক সিদ্ধান্ত’।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া আরেকটি পোস্টে নিজের পেশাগত অবস্থান পরিষ্কার করেন এই অভিনেত্রী। সেখানে তিনি জানান, ছোট চরিত্রে কাজ করে অসম্মানিত হওয়ার চেয়ে সম্মান বজায় রেখে প্রস্তাব ফিরিয়ে দেওয়াই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। কাজ কম হলেও আত্মসম্মানের প্রশ্নে কোনো আপস করবেন না বলেও জানান তিনি।
২০১৪ সালে লাভ স্টেশন চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় মিষ্টি জান্নাতের। অভিনয়ের পাশাপাশি তিনি একজন দন্তচিকিৎসক হিসেবেও পরিচিত। তবে সময় সময় তার বিভিন্ন মন্তব্য বিনোদন অঙ্গনে আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। এবার ‘ভদ্র ব্যবহারের কোনো মূল্য নেই’—এই বক্তব্যের মাধ্যমে তিনি ঠিক কী বোঝাতে চেয়েছেন, তা নিয়েই এখন বিনোদনপাড়ায় চলছে নানা জল্পনা।
আরএস
No comments yet. Be the first to comment!