বিনোদন

ডিসেম্বর মুডে জয়া আহসান

আপডেট: ডিসে ২৩, ২০২৫ : ০৬:৩৭ এএম
ডিসেম্বর মুডে জয়া আহসান

অভিনেত্রী জয়া আহসান মানেই পর্দায় জাদুকরী উপস্থিতি আর বাস্তব জীবনে স্টাইল আইকন। অভিনয়ের দক্ষতায় যেমন তিনি দশকের পর দশক দর্শকদের মুগ্ধ করে রেখেছেন, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার প্রতিটি উপস্থিতি নজরকাড়া।

বছর শেষের শীতের আমেজে নতুন রূপে ধরা দিয়ে নেটিজেনদের মনে উষ্ণতা ছড়ালেন জয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন তিনি, যেখানে তাকে দেখা গেছে একদম ভিন্ন ধাঁচের ‘ডিসেম্বর মুড’-এ। জয়া ক্যাপশনে লিখেছেন, ‘ডিসেম্বর মুড’। ছবির মূল আকর্ষণ ছিল তার পরনের আইভরি শেডের স্লিভলেস ব্লেজার-স্টাইল ড্রেস। আধুনিকতা আর আভিজাত্যের মিশেলে তৈরি এই পোশাকে জয়াকে দেখাচ্ছিল অনন্য। ছবির প্রতিটি ফ্রেমে জয়া নিজের ফ্যাশন সেন্স ফুটিয়ে তুলেছেন নিপুণভাবে।

গলায় ছিল সোনালি চোকার, যার ঠিক মাঝখানে সবুজ পাথরের ছোঁয়া ছবির সঙ্গে সূক্ষ্ম অথচ জোরালো কনট্রাস্ট তৈরি করেছে। গয়নার ক্ষেত্রে তিনি যে মিনিমালিস্ট কিন্তু স্টেটমেন্ট পছন্দ করেন, তার প্রমাণ মেলে হাতের বড় স্টেটমেন্ট রিং-টিতে।

বরাবরের মতোই জয়ার এই লুকে প্রশংসায় ভাসিয়েছেন ভক্তরা। একজন নেটিজেন লিখেছেন, ‘ওয়াও অনেক বেশি সুন্দর।’ আরেকজন লিখেছেন, ‘দারুণ লাগছে আপু।’


আরএস

Tags:
জয়া আহসান

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!