জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত স্টাইল ও উপস্থিতি দিয়েও নিয়মিত আলোচনায় থাকেন। বড় পর্দা, টেলিভিশন কিংবা ওটিটি—সব মাধ্যমেই নিজের অভিনয় দিয়ে দর্শকদের নজর কেড়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় এই অভিনেত্রী। নতুন নতুন লুকে প্রায়ই ভক্তদের সামনে হাজির হন।
এবার ঐতিহ্যবাহী জামদানি শাড়িতে ধরা দিয়েছেন রুনা খান। সম্প্রতি নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন তিনি। সেখানে তাঁকে দেখা যায় সি–গ্রিন রঙের নকশা করা একটি জামদানি শাড়িতে। স্নিগ্ধ এই সাজের সঙ্গে কানে বড় আকৃতির কানপাশা ও কপালে ছোট লাল টিপ তাঁর লুককে আরও পরিপূর্ণ করেছে।
স্বাভাবিক হাসি আর শান্ত উপস্থিতিতে ছবিগুলো মুহূর্তেই নজর কেড়েছে ভক্তদের। ছবির ক্যাপশনে কবিতার পঙ্ক্তি জুড়ে দিয়ে রুনা খান লিখেছেন, ‘দেখি নাই কভু দেখি নাই, এমন তরণী বাওয়া।’
ছবিগুলো প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে পড়ে। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা মন্তব্যে অভিনেত্রীর রূপের প্রশংসা করেছেন। একজন লিখেছেন, ‘শাড়িতেই আমাদের বাঙালি নারীর সৌন্দর্য সবচেয়ে বেশি ফুটে ওঠে।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘অপূর্ব লাগছে, যেন এক স্নিগ্ধ প্রতিচ্ছবি।’
উল্লেখ্য, টেলিভিশন নাটকের মাধ্যমে রুনা খানের অভিনয়জীবন শুরু। ‘হালদা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার পান। পরে ‘বালুচর’ ও ‘ছিটকিনি’ ছবিতে তাঁর অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়ায়। ‘ছিটকিনি’ ছবির জন্য তিনি মেরিল–প্রথম আলো সমালোচক পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর সম্মাননাও অর্জন করেন।
আরএস
No comments yet. Be the first to comment!