মিস ওয়ার্ল্ড বাংলাদেশখ্যাত জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী সম্প্রতি তার স্কুল জীবনের একটি চমকপ্রদ অভিজ্ঞতা শেয়ার করেছেন। দেশ টিভির একটি টক-শোতে অংশ নিয়ে দশম শ্রেণির সময়ের একটি ঘটনার কথা স্মৃতিচারণ করেছেন তিনি।
সাক্ষাৎকারে ঐশী জানান, এক তরুণ তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। তবে উত্তরে তিনি তাকে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে পিটিয়েছিলেন। ঐশী বলেন, “প্রেমের প্রস্তাব দেওয়ার প্যাটার্নের চেয়ে বড় কথা, আমি তখনই তাকে স্ট্যাম্প দিয়ে পিটিয়েছিলাম।”
ঘটনাটি ব্যাখ্যা করতে গিয়ে তিনি হেসে বলেন, তখন তিনি ছোট ছিলেন এবং বিষয়টি বোঝার মতো পরিপক্কতা তার ছিল না। তিনি সেই তরুণের কাছে ক্ষমাও চেয়েছেন। “আমি তখন ইম্যাচিউর ছিলাম। আই অ্যাম সরি। আমি এখন তাকে উদ্দেশ্য করেই বলছি,” বলেন ঐশী।
স্কুল জীবনের এই মজার ও কিছুটা তেতো স্মৃতিচারণের সময় ঐশীকে হাসিখুশি মেজাজেই দেখা গেছে। বর্তমানে ঢাকাই চলচ্চিত্রে ব্যস্ত এই অভিনেত্রী নিয়মিত ছোট ও বড় পর্দায় সক্রিয় রয়েছেন।
আরএস
No comments yet. Be the first to comment!