দেশের গ্ল্যামার জগতের পরিচিত মুখ পিয়া জান্নাতুল এবার পর্দার গল্প নয়, দেশের চিকিৎসাব্যবস্থার বাস্তব চিত্র নিয়ে সোচ্চার হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি দেশের হাসপাতালগুলোর সেবা ও অব্যবস্থাপনার প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
এক পোস্টে পিয়া লিখেছেন, “হাসপাতালে রোগীরা ঘণ্টার পর ঘণ্টা বসে থাকে ব্যথা, দুশ্চিন্তা আর ক্লান্তি নিয়ে। তবুও যেন কারও তেমন মাথাব্যথা নেই। অথচ কেউ শখ করে হাসপাতালে আসে না; সবাই আসে বাধ্য হয়ে, নিজের স্বাস্থ্যের জন্য।”
তিনি আরও বলেন, “সবচেয়ে কষ্টের ব্যাপার হলো, তথাকথিত বেস্ট হাসপাতালগুলোতেও সময়ের কোনো মূল্য নেই। এত লোকজন, এত সিস্টেম থাকা সত্ত্বেও অবস্থা একই।”
পিয়া মনে করেন, পর্যাপ্ত টাকা খরচ করলেও রোগীরা সঠিক সময়ে সেবা ও সম্মান পাচ্ছেন না। তার মতে, “এই কারণেই যাদের সামর্থ্য আছে, তারা চিকিৎসার জন্য শুধু ভালো সেবা নয়, একটু সম্মান আর মানবিক ব্যবহারের আশায় বিদেশে যেতে চায়।”
তিনি আরও প্রশ্ন তুলেছেন, “রোগী বলেই কি তার সময়ের কোনো দাম নেই? একটু মানবিক হলেই অনেক কিছু বদলে যেতে পারে।”
প্রসঙ্গত, শোবিজের পাশাপাশি পিয়া জান্নাতুল আইন পেশাতেও যুক্ত। তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী। আগে তিনি হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের সঙ্গে কাজ করেছেন।
আরএস
No comments yet. Be the first to comment!