বিনোদন

বিপিএলের মঞ্চে তানজিন তিশা, লুক নিয়ে নেটমাধ্যমে আলোচনা–সমালোচনা

আপডেট: ডিসে ২৯, ২০২৫ : ০৫:০৮ এএম
বিপিএলের মঞ্চে তানজিন তিশা, লুক নিয়ে নেটমাধ্যমে আলোচনা–সমালোচনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর দ্বাদশ আসর শুরু হয়েছে জমকালো আয়োজনের মধ্য দিয়ে। গত ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্সের ম্যাচের পর অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তবে পারফরম্যান্সের চেয়েও বেশি আলোচনায় এসেছে তাঁর পোশাক ও স্টাইলিং।

রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সেই লুকের কয়েকটি ছবি শেয়ার করেন তিশা। ছবিতে তাঁকে দেখা যায় রুপালি চুমকি বসানো গ্লিটার টপসের সঙ্গে নিয়ন রঙের কার্গো স্টাইল প্যান্টে। গলায় ছিল ভারী নেকলেস, কানে ছোট টপ ইয়ারিংস। চোখের কোণে স্টোনের ব্যবহার লুকে যোগ করে বাড়তি ঝলক। পায়ে ছিল অফ-হোয়াইট রঙের স্নিকার বুট।

তবে এই লুক সবার মন জেতাতে পারেনি। সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্যঘরে পোশাকের অতিরিক্ত চাকচিক্য ও বসার ভঙ্গি নিয়ে সমালোচনাও দেখা গেছে। কেউ কেউ রসিকতা করে মন্তব্য করেছেন, আবার কেউ তাঁর ফ্যাশন নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন।

লুকের পাশাপাশি একটি গুঞ্জনও ছড়িয়েছে নেটমাধ্যমে। উদ্বোধনী অনুষ্ঠানের দিন মাঠে প্রবেশ নিয়ে জটিলতা হয়েছিল—এমন কথাও মন্তব্যে উঠে আসে। যদিও এসব বিষয়ে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি তানজিন তিশা।

তবে সমালোচনার পাশাপাশিই প্রশংসাও পেয়েছেন তিনি। অনেক দর্শক ও ভক্ত জানিয়েছেন, বিপিএলের মঞ্চে তাঁর নৃত্য পরিবেশনা গ্যালারিতে উপস্থিত দর্শকদের বিনোদন দিয়েছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও, উদ্বোধনী অনুষ্ঠানে তিশার উপস্থিতি যে দর্শক আকর্ষণ করেছে—সেটিও স্বীকার করছেন অনেকে।

 

আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!