ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া মা হয়েছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় সামাজিক মাধ্যমে নাদিয়া জানান, তিনি ও তার স্বামী সালমান আরাফাতের ঘরে এসেছে একটি ফুটফুটে কন্যাসন্তান।
নাদিয়া জানান, তাদের কন্যার নাম রাখা হয়েছে মেহরোজ নূর সানাহ। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, “আল্লাহর অশেষ রহমতে হৃদয় থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের ছোট রাজকন্যার জন্য দোয়া করবেন।”
অভিনেত্রী নাদিয়া ২০২৪ সালের জুন মাসে নাট্যশিল্পী সালমান আরাফাতের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এর আগে ২০০৮ সালে মডেলিং দিয়ে তার ক্যারিয়ার শুরু হয়। নাদিয়া ছোট পর্দার পাশাপাশি ‘ড্রেসিং টেবিল’, ‘আইসক্রিম’ ও ‘রেডরাম’ চলচ্চিত্রে অভিনয়ের জন্যও পরিচিত।
আরএস
No comments yet. Be the first to comment!