ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা নতুন বছরের প্রথম দিনে ভক্তদের নজর কাড়েছেন। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) তিনি সামাজিক মাধ্যমে শাড়ি পরা কয়েকটি ছবি শেয়ার করেন এবং সেখানে জীবনমুখী একটি ক্যাপশন জুড়ে দেন।
ইভানা লিখেছেন, “জীবন বড়ই বিচিত্র : সন্ধ্যা কাটে না অথচ দিব্যি বছর কেটে যাচ্ছে! – মির্জা গালিব।” ছবিগুলোতে তিনি লাল ও বেগুনি স্ট্রাইপ শাড়ি এবং বেগুনি ব্লাউজে আভিজাত্যের ছোঁয়া দেখিয়েছেন। কানে বড় ঝুমকা এবং হালকা ঢেউ খেলানো চুলের স্টাইলে পারসা ইভানা পুকুরপাড় ও বাঁশের ঘরে ক্যামেরার জন্য পোজ দিয়েছেন।
অভিনেত্রী সম্প্রতি জিয়াউল হক পলাশের সঙ্গে একটি পানীয় পণ্যের বিজ্ঞাপনে রাজকীয় লুকে দেখা গিয়েছিল। পারসা ইভানা ‘গুডবাজ’, ‘ব্যাডবাজ’সহ অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন। তার পথচলা শুরু হয়েছিল নাচের মঞ্চ থেকে; ২০১৪ সালে ‘চ্যানেল আই সেরা নাচিয়ে’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলেন তিনি।
আরএস
No comments yet. Be the first to comment!