বিনোদন

অভিনয়ে সাত বছর: সাফল্যের নতুন মাইলফলকে কেয়া পায়েল

আপডেট: জানু ০২, ২০২৬ : ০৪:০৭ পিএম
অভিনয়ে সাত বছর: সাফল্যের নতুন মাইলফলকে কেয়া পায়েল

বড় পর্দায় যাত্রা শুরু করলেও ছোট পর্দায় ধারাবাহিক সাফল্যের মাধ্যমে নিজস্ব অবস্থান তৈরি করেছেন অভিনেত্রী কেয়া পায়েল। সম্প্রতি অভিনয়ে সাত বছর পূর্ণ করেছেন তিনি। এই সময়ের মধ্যেই তাঁর অভিনীত সর্বশেষ নাটক কোটিপতি অল্প সময়েই দর্শকপ্রিয়তার নতুন মাইলফলক স্পর্শ করেছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের পথচলা ও সাম্প্রতিক সাফল্য নিয়ে কথা বলেন কেয়া পায়েল। কোটিপতি নাটকের সাফল্য প্রসঙ্গে তিনি বলেন, গল্প পড়ার সময় নাটকটি এতটা সাড়া ফেলবে—এমনটা ভাবেননি। তবে মনে হয়েছিল, এতে দর্শকের জন্য একটি ইতিবাচক বার্তা রয়েছে।

২০১৮ সালে ইন্দুবালা সিনেমার মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন কেয়া পায়েল। এরপর ধীরে ধীরে নাটকে নিজেকে প্রতিষ্ঠিত করেন। সাত বছরের এই পথচলা নিয়ে তিনি বলেন, ‘কীভাবে সময় কেটে গেল, তা বুঝতেই পারিনি। প্রতিটি কাজই ছিল নতুন একটি চ্যালেঞ্জ। প্রতিটি চরিত্রের মধ্য দিয়ে নিজেকে ভাঙতে ও নতুন করে গড়তে চেয়েছি।’

দর্শকদের ভালোবাসাকেই নিজের সবচেয়ে বড় সাফল্য বলে মনে করেন এই অভিনেত্রী। তিনি বলেন, একজন প্রকৃত শিল্পী হতে হলে নিজেকে নিরন্তর শেখার মধ্যে রাখতে হয়। কাজের মধ্য দিয়েই শেখা এবং উন্নত হওয়াই তাঁর লক্ষ্য।

বর্তমানে কাজের ব্যস্ততা নিয়ে সময় কাটাচ্ছেন কেয়া পায়েল। এটা আমাদের গল্প শিরোনামের একটি ধারাবাহিক নাটকের শুটিং চলছে তাঁর। পাশাপাশি বিজ্ঞাপন ও একক নাটকের কাজও হাতে রয়েছে। সামনে ভালোবাসা দিবস ও দুই ঈদকে কেন্দ্র করে তাঁর কাজের পরিমাণ আরও বাড়বে বলে জানান তিনি।

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!