প্রায় দুই বছরের বিরতি শেষে আবারও বড় পর্দায় ফিরছেন অপু বিশ্বাস। কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় থ্রিলারধর্মী সিনেমা দুর্বার–এর মাধ্যমে তাঁর এই প্রত্যাবর্তন। নতুন বছরের শুরুতেই প্রকাশিত সিনেমাটির ফার্স্ট লুক ইতিমধ্যে সামাজিক মাধ্যমে আলোচনা তৈরি করেছে।
সম্প্রতি প্রকাশিত প্রথম পোস্টারে অপু বিশ্বাসকে দেখা গেছে একেবারে ভিন্ন ও রোমহর্ষক গেটআপে। পোস্টারে তাঁর মুখে লেগে আছে রক্তের ছাপ, চোখেমুখে রহস্যময় অভিব্যক্তি। দীর্ঘ অভিনয়জীবনে এই প্রথম এতটা দুর্ধর্ষ ও ভিন্ন চরিত্রের লুকে ধরা দিলেন তিনি।
নির্মাতা কামরুল হাসান ফুয়াদ জানিয়েছেন, দুর্বার সিনেমায় দর্শকেরা অপু বিশ্বাসকে একেবারে নতুন রূপে দেখতে পাবেন। তাঁর ভাষায়, এই সিনেমাটি অপু বিশ্বাসের ক্যারিয়ারে ভিন্ন মাত্রা যোগ করবে। এর আগে অপু বিশ্বাস নিজেই জানিয়েছেন, সিনেমাটির শুটিং দ্রুতগতিতে এগোচ্ছে। ইতিমধ্যে তাঁর অংশের প্রায় ৪০ শতাংশ কাজ শেষ হয়েছে। দুর্বার–এ প্রথমবারের মতো অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা সজল। সহশিল্পী হিসেবে সজলের অভিনয় নিয়ে সন্তোষও প্রকাশ করেছেন অপু।
২০২৩ সালের পর বড় পর্দায় নিয়মিত দেখা না গেলেও ২০২৬ সালে দুর্বার–এর মাধ্যমে জোরালোভাবে ফিরতে যাচ্ছেন অপু বিশ্বাস—এমনটাই বলছেন নির্মাতা ও সংশ্লিষ্টরা। পোস্টার অনুযায়ী, সিনেমাটি ২০২৬ সালেই মুক্তি পাবে। জানা গেছে, বছরের কোনো বড় উৎসবকে সামনে রেখে প্রেক্ষাগৃহে আসতে পারে থ্রিলারটি।
আরএস
No comments yet. Be the first to comment!