বর্তমান সময়ের আলোচিত অভিনয়শিল্পীদের একজন নাজিফা তুষি। হাওয়া সিনেমার মাধ্যমে দর্শকের নজরে আসা এই অভিনেত্রী গত বছরের শেষ দিকে মুক্তি পাওয়া রইদ সিনেমার ট্রেলার প্রকাশের পর আবারও আলোচনায়। নতুন বছরেও তাঁর একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবন ও ব্যক্তিগত দর্শন নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।
নাজিফা তুষির অভিনয়জীবনের শুরু থেকেই সংখ্যার চেয়ে কাজের মানকে বেশি গুরুত্ব দেওয়ার বিষয়টি স্পষ্ট। ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের মধ্যে মিল খুঁজে অভিনেত্রী বলেন, “আমি ব্যক্তিগত জীবনেও হিসাব করে চলি। হুট করে কোনো সিদ্ধান্ত নিই না। ক্যারিয়ারেও সেটার প্রভাব পড়েছে। শুরু থেকেই বেছে কাজ করেছি। শুধু সংখ্যার জন্য কোনো প্রজেক্টে জড়াইনি। দর্শক যদি কাজটি গ্রহণ না করেন, তাহলে সেটার কোনো মানে হয় না।”
বেছে কাজ করার সিদ্ধান্তের কারণে অনেক সময় আর্থিক চ্যালেঞ্জে পড়তে হয়—এ কথা স্বীকার করে তুষি বলেন, “চাপ আসে, এটা অস্বীকার করব না। কিন্তু সেটা মেনেই চলতে হয়। আমি অভিনয়ে এসেছি শিল্পচর্চা করতে, শুধু অর্থের পেছনে ছুটতে নয়। আমার বিশ্বাস, কাজের মানের প্রতি আস্থা রাখলে সম্মান ও অর্থ—দুটিই একদিন আসে।”
আগামী কাজের পরিকল্পনার কথাও জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি বলেন, গত বছর সম্পন্ন করা কয়েকটি কাজ চলতি বছরে পর্যায়ক্রমে দর্শকের সামনে আসবে। এ ছাড়া রইদ সিনেমার আন্তর্জাতিক প্রদর্শনী ও মুক্তির অপেক্ষায় রয়েছেন তিনি।
তুষি জানান, রঙ্গমালা সিনেমার বাকি অংশের শুটিং এখনও বাকি রয়েছে। পাশাপাশি একটি ওয়েব সিরিজের মুক্তির অপেক্ষা করছেন তিনি। নতুন আরেকটি প্রজেক্ট নিয়েও প্রস্তুতি চলছে। সব মিলিয়ে চলতি বছরটি কাজের মধ্য দিয়েই কাটাতে চান নাজিফা তুষি।
আরএস
No comments yet. Be the first to comment!