বিনোদন

প্রযোজকদের প্রতি বিশেষ অনুরোধ জানালেন আরশ খান

আপডেট: জানু ০৩, ২০২৬ : ০৩:২৬ পিএম
প্রযোজকদের প্রতি বিশেষ অনুরোধ জানালেন আরশ খান

ছোট পর্দার অভিনেতা আরশ খান সম্প্রতি তাঁর অভিনীত একটি কাজ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠা আলোচনা ও সমালোচনার বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। ভক্ত ও দর্শকের একাংশের নেতিবাচক প্রতিক্রিয়ার মুখে তিনি বলেছেন, সমাজে কোনো ভুল বার্তা দেওয়ার ইচ্ছা তাঁর নেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে আরশ খান জানান, তিনি সব সময় সাধারণ মানুষের জীবনের গল্প পর্দায় তুলে ধরার চেষ্টা করেন। দর্শকদের প্রতিক্রিয়াকে ইতিবাচকভাবেই দেখেন উল্লেখ করে তিনি লেখেন, কিছু কাজ দর্শকের পছন্দ হয়, কিছু খুব পছন্দ হয় আবার কিছু অপছন্দও হতে পারে—এটাই স্বাভাবিক।

আলোচিত প্রকল্পটি নিয়ে ওঠা নানা অভিযোগকে ‘ভিত্তিহীন’ দাবি করেন আরশ খান। তবে এ বিষয়ে কোনো দীর্ঘ যুক্তি–তর্কে যেতে চান না বলে জানান তিনি। বরং দর্শকদের প্রতি সম্মান জানিয়ে অঙ্গীকার করেন, ভবিষ্যতে গল্পের গুণমান ও বিষয়বস্তু নির্বাচনের ক্ষেত্রে আরও বেশি সতর্ক থাকবেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, সংশ্লিষ্ট প্রকল্পটির কোনো প্রচারণা দীর্ঘদিন ধরেই তাঁর টিমের পক্ষ থেকে করা হচ্ছে না। তবে কোনো কাজ অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত একজন শিল্পীর একার হাতে থাকে না বলেও জানান তিনি।

এ কারণে সংশ্লিষ্ট প্রযোজকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে আরশ খান বলেন, প্রযোজকদের নিজেদের অবস্থান পরিষ্কার করা উচিত এবং তাঁদের অনুভূতি ও ভাবনা প্রকাশ করা প্রয়োজন।

সবশেষে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আবেগঘন বার্তায় আরশ খান লেখেন, দর্শকরাই তাঁর আসল শক্তি। তাঁদের ছাড়া তিনি শূন্য, আর দর্শকদের নিয়েই তাঁর সব অর্জন।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!