ছোট পর্দার জনপ্রিয় ও আলোচিত জুটি আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল। গত বছর তারা বেশ কিছু দর্শকপ্রিয় নাটক উপহার দিয়ে প্রশংসা কুড়িয়েছেন। সম্প্রতি এই দুই তারকা অংশ নেন রাফসান সাবাবের শো ‘হোয়াট আ শো’-তে, যেখানে আড্ডায় উঠে আসে তাদের কাজ, ব্যক্তিগত জীবন ও একে অপরের প্রতি ধারণা।
শো-তে একটি নাটকের ভিডিও দেখানো হয়, যেখানে আরশ খান গাছে উঠে বসে আছেন এবং নিচে সুনেরাহসহ অন্য কলাকুশলীরা দাঁড়িয়ে। সঞ্চালক রাফসানের প্রশ্নে সুনেরাহ হাসিমুখে বলেন, এটি ছিল আরশের জন্য ছোটখাটো শাস্তি। তিনি বলেন, “আমি কাজের ক্ষেত্রে সময়নিষ্ঠ। আরশকে আগেই সতর্ক করেছিলাম, তাও সে পাঁচ মিনিট দেরি করে এসেছিল। তাই ওকে শাস্তি হিসেবে গাছে উঠিয়ে দিয়েছি।”
পাশে থাকা আরশ খানের রসিকতা, “আমি তো নিজেকে নায়ক ভাবি না, অভিনেতা মনে করি।” আরশের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে সুনেরাহ বলেন, “শুরুতে যতটা হালকাভাবে নিয়েছিলাম, বাস্তবে তাকে ততটাই সিরিয়াস দেখেছি। কাজের ব্যাপারে সে দারুণ মনোযোগী, ফোনে ব্যস্ত থাকে না এবং নিয়মিত রিহার্সাল করে।”
তিনি আরও যোগ করেন, “শুরুর কয়েকটা কাজে সে ভদ্র ছিল, এখনো সিরিয়াস থাকলেও অনেক দুষ্টুমি করে।” উল্লেখ্য, দেশের ছোট পর্দার রোম্যান্টিক জুটি হিসেবে আরশ-সুনেরাহ বর্তমানে ভক্তদের মধ্যে শীর্ষ পছন্দের জুটি। সম্প্রতি তাদের একটি অন্তরঙ্গ ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসলে আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে। সুনেরাহ নিজেই ছবিটি পোস্ট করেছিলেন এবং বলেন, “কেন সবাই অভিনন্দন জানাচ্ছে, সেটাই আমি ঠিক বুঝতে পারছি না।”
আরএস
No comments yet. Be the first to comment!