বিনোদন

মাসে পাঁচ দিনের বেশি কাজ করি না: রুনা খান

আপডেট: জানু ০৪, ২০২৬ : ০৩:৩৪ পিএম
মাসে পাঁচ দিনের বেশি কাজ করি না: রুনা খান

দীর্ঘ দুই দশকের অভিনয়জীবন পেরিয়ে এলেও কাজের সংখ্যা বাড়ানোর চেয়ে নিজের জীবনের ছন্দকেই বেশি গুরুত্ব দেন অভিনেত্রী রুনা খান। মাসে গড়ে পাঁচ দিনের বেশি তিনি কাজ করেন না—এ কথাই জানালেন সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে। তাঁর কাছে অভিনয় জীবন মানে দৌড়ঝাঁপ নয়, বরং সময়ের সঙ্গে এগিয়ে চলার একটি স্বাভাবিক যাত্রা।

রুনা খান বলেন, ব্যক্তি হিসেবে তিনি কোনো কিছুতেই কট্টর নন। জীবনের সব বিষয়কে দেখেন আপেক্ষিকতার চোখে। তাঁর ভাষায়, “আমি কোনো কিছুরই খুব উগ্র সমালোচক নই। জীবনটাকে আমি সব সময় একটি জার্নির মতো দেখি। নতুন কোনো চেষ্টা হলে সেটিকে ইতিবাচকভাবেই নিতে চাই। কারও পছন্দ হবে, কারও নাও হতে পারে—এটাই স্বাভাবিক।”

নিজের কাজের ধরন প্রসঙ্গে তিনি জানান, গত ১৫ বছর ধরেই নির্দিষ্ট একটি নিয়ম মেনে কাজ করছেন। ক্যারিয়ারের দীর্ঘ সময় পার করলেও কাজের সংখ্যাকে কখনোই চাপ হিসেবে নেননি। বরং অল্প কাজ করেও সন্তুষ্ট থাকাই তাঁর কাছে গুরুত্বপূর্ণ।

এই অভিনেত্রীর ভাষায়, “আমি মাসে গড়ে পাঁচ দিনের বেশি কাজ করি না। ২০০৯ সালে বিয়ের পর সন্তানের জন্য প্রায় তিন বছর বিরতি নিয়েছিলাম। এরপর থেকে এখন পর্যন্ত বছরে তিন থেকে চারটি কাজই করেছি।”

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে কাজের প্রচার ও পরিধি বেড়েছে—এ কথা স্বীকার করলেও নিজের অবস্থান বদলাননি বলে জানান রুনা খান। তিনি বলেন, “১০ বছর আগে যেমন বছরে চার-পাঁচটি কাজ করতাম, এখনো তাই করছি। আমি একই জায়গায় আছি। আমার কাছে জীবন মানে শুধু পথ চলতে পারাটাই বড়।”

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ওটিটি প্ল্যাটফর্মে রুনা খানের অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছে। তবে কাজের সংখ্যা নয়, বরং কাজের মান এবং ব্যক্তিগত প্রশান্তিকেই বরাবরের মতো তিনি প্রাধান্য দিয়ে আসছেন।

আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!