আইপিএলে ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে খেলতে পারা সম্ভব হয়ে উঠলেও স্থানীয় রাজনৈতিক চাপ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তিতে বাদ পড়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে ভারতীয় ক্রিকেট বোর্ডকে সরাসরি ‘ধিক্কার’ জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের খলনায়ক মিশা সওদাগর।
গত রোববার (৪ জানুয়ারি) মিশা সওদাগরের জন্মদিন উপলক্ষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি মুস্তাফিজের এই ইস্যুতে সরাসরি বক্তব্য রাখেন। মিশা বলেন, “মুস্তাফিজ তো আমাদের একটা প্রতীক। যারা সংস্কৃতির এই প্রতিবন্ধকতা সৃষ্টি করল, তাদের ধিক্কার জানাই।”
ক্রিকেটকে খুব পছন্দ করেন এই অভিনেতা। মুস্তাফিজ প্রসঙ্গে তিনি বলেন, “মুস্তাফিজ একজন অসাধারণ ক্রিকেটার। তাকে সম্মান করা যায়, আদর করা যায়। বাংলাদেশে মাশরাফির পরে এত দীর্ঘ সময় ধরে তার ক্যারিয়ার চললেও তার চোখে অহংকারের কোনো ছাপ নেই।”
রাজনীতি ও সংস্কৃতিকে মিলিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা কুরুচিপূর্ণ উল্লেখ করে মিশা বলেন, “শিল্প ও ক্রীড়া হওয়া উচিত উন্মুক্ত, যেখানে রাজনীতির কোনো স্থান নেই। রাজনীতি বা উগ্রতার কারণে মুস্তাফিজকে এভাবে বাদ দেওয়া খুবই বাজে রুচির পরিচয় বহন করে। বিশ্ব ক্রীড়াঙ্গনের জন্যও এটি একটি নেতিবাচক দৃষ্টান্ত তৈরি করবে।”
মিশা সওদাগর মুস্তাফিজের পক্ষে নিজের সমর্থন জানিয়ে বলেন, “যারা তার মতো তারকাকে আটকানোর চেষ্টা করেছে, তারা শুধু বাংলাদেশের নয়, সমগ্র ক্রীড়াঙ্গনের জন্য নেতিবাচক বার্তা প্রেরণ করেছে।”
আরএস
No comments yet. Be the first to comment!