বিনোদন

ব্রাইডাল ফটোশুটে নজর কাড়লেন অপু বিশ্বাস

আপডেট: জানু ০৬, ২০২৬ : ০৫:২৪ এএম
ব্রাইডাল ফটোশুটে নজর কাড়লেন অপু বিশ্বাস

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নতুন ব্রাইডাল ফটোশুটের ছবি শেয়ার করেছেন। ছবিগুলো প্রকাশের পরপরই ভক্তদের মধ্যে সাড়া পড়ে গেছে।

ফটোশুটে অপুকে দেখা গেছে গোল্ডেন-অফ হোয়াইট রঙের লেহেঙ্গায়। এর সঙ্গে ভারি নেকলেস ও কানের দুল পরেছেন তিনি। মাথায় টিকলি, পরিপাটি মেকআপ আর স্নিগ্ধ হাসিতে ফুটে উঠেছে একটি রাজকীয় লুক। কয়েকটি ছবিতে তাকে হাতে পুরোনো দিনের একটি ক্যামেরা নিয়েও পোজ দিতে দেখা যায়।

ছবি প্রকাশের পর অপু বিশ্বাসের পোস্টে লাইক ও মন্তব্যের সংখ্যা দ্রুত বাড়তে থাকে। ভক্তরা তার এই ভিন্নধর্মী রূপের প্রশংসা করে নানা মন্তব্য করছেন। অনেকেই লিখেছেন, ব্রাইডাল সাজে অপু বিশ্বাসকে আরও পরিণত ও আভিজাত্যপূর্ণ লাগছে।

দীর্ঘ ক্যারিয়ারেও ফ্যাশন ও ট্রেন্ডের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার দক্ষতা আবারও প্রমাণ করেছেন অপু বিশ্বাস—এমন মত ভক্তদের অনেকের। এই ফটোশুটে তার স্টাইল ও উপস্থাপনাকে বেশ ইতিবাচকভাবে গ্রহণ করেছেন অনুসারীরা।

এদিকে প্রায় দুই বছরের বিরতি কাটিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন অপু বিশ্বাস। কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় থ্রিলারধর্মী সিনেমা ‘দুর্বার’–এর মাধ্যমে তার প্রত্যাবর্তন হচ্ছে। সম্প্রতি সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশিত হলে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়। পোস্টারে অপু বিশ্বাসকে সম্পূর্ণ ভিন্ন ও রোমহর্ষক গেটআপে দেখা গেছে, যা নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!