অভিনেত্রী সাদিয়া আয়মান শীতের তীব্রতা উপেক্ষা করে জলকেলিতে মেতে উঠেছেন। সম্প্রতি তিনি নিজের ফেসবুক পেজে সুইমিংপুলে কাটানো কিছু ছবি প্রকাশ করেছেন। ছবিতে দেখা যায়, গোলাপি টি-শার্ট ও রোদচশমা পরে উচ্ছল ভঙ্গিতে অভিনেত্রী ক্যামেরার সামনে মজা করছেন।
ছবির ক্যাপশনে সাদিয়া লিখেছেন, “আমার হৃদয় এই শীতের চেয়েও ঠান্ডা!”। ফ্যানরা তার এই ছবি দেখে মজা ও প্রশংসা করেছেন। একজন মন্তব্য করেছেন, “তোমার রূপে শীত পালিয়েছে!”, আরেকজন লিখেছেন, “এটা গরমের সময়ের ছবি না তো?”।
ছোট পর্দা থেকে সিনেমা, ফ্যাশন ও সামাজিক মাধ্যমে সক্রিয় এই অভিনেত্রী এর আগে ব্রাইডাল ফটোশুটে লাল বেনারসিতে রাজকীয় সাজে আলোচনায় এসেছিলেন। অভিনয় ক্ষেত্রেও সাদিয়া প্রশংসা কুড়িয়েছেন। ২০২৫-এর ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘উৎসব’-এ তার অভিনয় দর্শকদের মন জয় করেছে। এছাড়াও ‘দেরি করে আসবেন’, ‘খুঁজি তোকে’, ‘মেঘ বৃষ্টি রোদ্দুর’ ও ‘প্লিজ গো’ নাটকগুলোতে তার অভিনয় প্রশংসিত হয়েছে।
সাদিয়া আয়ের অভিনয় ও রূপ-ফ্যাশন উভয় দিকেই নিজেকে প্রমাণ করেছেন এবং শীতকালের মেজাজও উপভোগ করছেন।
আরএস
No comments yet. Be the first to comment!