বিনোদন

‘চারদিকে ঠান্ডা, কোথাও বসতে পারছি না’—জয়া আহসান

আপডেট: জানু ০৬, ২০২৬ : ০৫:২১ পিএম ১০
‘চারদিকে ঠান্ডা, কোথাও বসতে পারছি না’—জয়া আহসান

চারদিকে কুয়াশা আর হিমেল হাওয়া। শীতের তীব্রতায় জবুথবু অবস্থা অনেকেরই। এই শীত থেকে রেহাই পাচ্ছেন না অভিনেত্রী জয়া আহসানও। তবে শীত মোকাবিলায় তিনি বেছে নিয়েছেন একটু ভিন্ন পথ—মাটির চুলার উষ্ণতা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন জয়া আহসান। সেখানে দেখা যায়, শীতের জন্য মোটা জ্যাকেট, মাথায় টুপি ও পায়ে মোজা পরেও ঠান্ডায় কাঁপছেন তিনি। ঠান্ডা থেকে বাঁচতে ড্রয়িংরুমের আরামদায়ক সোফা ছেড়ে তিনি বসেছেন বাড়ির মাটির রান্নাঘরে, মাটির চুলার আগুন পোহাতে পোহাতে সময় কাটাচ্ছেন সেখানে।

ভিডিওতে জয়া আহসানকে বলতে শোনা যায়, তিনি নিয়মিত রান্না করেন না। তবে বাড়ির এই মাটির রান্নাঘরে একাধিক চুলা থাকলেও শীতকালে সেখানেই বেশি সময় কাটাচ্ছেন তিনি। তাঁর কথায়, ‘চারদিকে এত ঠান্ডা যে কোথাও বসতে পারছি না। এই রান্নাঘরেই শুধু বসছি। মাটির চুলার সামনে বসলে কী যে আরাম! আর এখানে রান্না করা খাবারও ভীষণ মজার।’

ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মন্তব্যে প্রশংসা পাচ্ছেন জয়া আহসান। অনেকেই বলছেন, বড় তারকা হয়েও শেকড়ের সঙ্গে তাঁর এই সংযোগ মুগ্ধকর। কেউ কেউ আবার মাটির চুলায় রান্না করা খাবারের স্বাদ ও শীতের দিনের স্মৃতি ফিরে পেয়েছেন বলে মন্তব্য করেছেন।

শীতের এক অলস দুপুরে জয়া আহসানের এই ঘরোয়া মুহূর্ত ভক্তদের কাছে যেন ভিন্ন রকম এক ভালো লাগা ছড়িয়ে দিয়েছে।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!