ঢালিউড কুইন খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন থ্রিলার ঘরানার নতুন সিনেমা ‘দুর্বার’ নিয়ে। নির্মাতা কামরুল হাসান ফুয়াদ পরিচালিত এই সিনেমাটি আগামী রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির একটি নতুন পোস্টার প্রকাশ করে নির্মাতা এই ঘোষণা দেন। চলতি বছরের ডিসেম্বরে শুরু হওয়া শুটিং এখন শেষ পর্যায়ে রয়েছে।
থ্রিলার ও রহস্যে ঘেরা গল্পে অপু বিশ্বাসের বিপরীতে নায়ক হিসেবে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জান্নাতুল নূর ও সানজু জন। চিত্রনাট্য করেছেন আবদুল্লাহ জহির বাবু।
নতুন পোস্টারে অপু বিশ্বাসকে দেখা গেছে রহস্যময় লুকে। তার চেহারায় রক্তের ছাপ, মুখে রহস্যময় হাসি এবং নাচের ভঙ্গিমায় দুই হাত প্রসারিত অবস্থায় দাঁড়িয়ে আছেন তিনি। পোস্টার প্রকাশের পর ভক্তদের মধ্যে সিনেমাটির প্রতি আগ্রহ ও কৌতূহল আরও বৃদ্ধি পেয়েছে।
নির্মাতা ও প্রযোজকরা মনে করছেন, বড় উৎসবের আবহে থ্রিলারধর্মী এই সিনেমা দর্শকদের ভিন্নধর্মী বিনোদন দেবে। দীর্ঘদিন পর অপুর প্রত্যাবর্তন এবং সজলের সঙ্গে তার নতুন রসায়ন সিনেমাটির মূল আকর্ষণ হিসেবে কাজ করবে।
পরিকল্পনা অনুযায়ী, সিনেমাটির সমস্ত শুটিং ও কারিগরি কাজ রোজার ঈদের আগেই শেষ হবে।
আরএস
No comments yet. Be the first to comment!