বিনোদন

বিয়ে ও বিচ্ছেদ একান্তই ব্যক্তিগত, আল্লাহ চাইলে সবই হবে: প্রভা

আপডেট: জানু ০৮, ২০২৬ : ০৫:৩৩ এএম
বিয়ে ও বিচ্ছেদ একান্তই ব্যক্তিগত, আল্লাহ চাইলে সবই হবে: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা বলেছেন, বিয়ে ও বিচ্ছেদের মতো বিষয় একান্তই ব্যক্তিগত। এসব বিষয়ে অপ্রয়োজনীয় প্রশ্ন করা শোভন নয়। আল্লাহ যেদিন যা লিখে রেখেছেন, সেদিন সেটাই হবে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভক্তদের সঙ্গে লাইভ আড্ডায় অংশ নিয়ে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে এই অবস্থানের কথা জানান তিনি। লাইভে ভক্তদের নানা প্রশ্নের উত্তর দেন প্রভা। তবে বিয়ে ও ব্যক্তিগত বিষয় নিয়ে প্রশ্ন উঠলে বিরক্তি প্রকাশ করেন অভিনেত্রী।

প্রভা বলেন, বিয়ে কবে করবেন, কেন করছেন না, সন্তান নিচ্ছেন না কেন, বিচ্ছেদ হলো কেন—এ ধরনের প্রশ্ন আসলে ব্যাড ম্যানারের পরিচয়। তিনি বলেন, ‘আমি রক্ত-মাংসের মানুষ। যেদিন আল্লাহ যেটা লিখে রাখবেন, সেদিন সেটাই হবে। এসব বিষয় একান্তই ব্যক্তিগত।’

লাইভে অভিনেত্রী আরও বলেন, ভালো-মন্দ সব মন্তব্য পড়ার চেষ্টা করেন তিনি। তবে খুব অপ্রাসঙ্গিক কিংবা অশালীন মন্তব্য এড়িয়ে যাওয়ার কথা জানান। ভদ্র ও ইতিবাচক মন্তব্যের উত্তর দেওয়ার চেষ্টা করেন বলেও উল্লেখ করেন তিনি।

লাইভ আড্ডার শুরুতে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে প্রভা বলেন, শুভকামনা জানানো কোনো নির্দিষ্ট সময়ের বিষয় নয়, এটি সব সময়ই করা যায়।

একসময় ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী প্রভা নিয়মিত অভিনয়ে দেখা না গেলেও সামাজিক মাধ্যমে তিনি বেশ সক্রিয়। বর্তমানে তিনি বাছাই করা কিছু কাজেই যুক্ত রয়েছেন।

উল্লেখ্য, ২০০৫ সালে একটি বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন প্রভা। পরে নাটকে নিয়মিত অভিনয়ের মাধ্যমে দ্রুত দর্শকপ্রিয়তা অর্জন করেন। ২০১০ সালে অভিনেতা অপূর্বর সঙ্গে তাঁর বিয়ে হলেও সেই সংসার টেকেনি। বিচ্ছেদের পর দীর্ঘ সময় আড়ালেই ছিলেন তিনি।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!