ঢালিউডের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী নতুন সিনেমা ‘প্রেশার কুকার’-এ নারীকেন্দ্রিক গল্পের সঙ্গে বড় চমক দিতে যাচ্ছেন। প্রধান চরিত্রে অভিনয় করছেন আলোচিত নায়িকা শবনম বুবলী।
সিনেমাটির শুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে। নতুন লুকে বুবলী জানান, “গল্পটা আমার কাছে দারুণ লেগেছে। চরিত্রটাও খুব ইন্টারেস্টিং। মনে হয়েছে, এখানে নতুন কিছু করার সুযোগ আছে। এই জায়গাটাই আমাকে সবচেয়ে বেশি টেনেছে।”
এর আগে ২০২২ সালে রাফীর ওয়েব ফিল্ম ‘৭ নাম্বার ফ্লোর’-এ বুবলী অভিনয় করেছিলেন। এই সিনেমায় থাকছেন আরও দুই প্রিয় মুখ, নাজিফা তুষি ও মারিয়া শান্ত। চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন, এক রহস্যময় পুরুষ চরিত্রে দেখা যেতে পারে জাহিদ হাসান অথবা চঞ্চল চৌধুরীকে। ‘প্রেশার কুকার’ সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
আরএস
No comments yet. Be the first to comment!