প্রায় দুই বছরের বিরতি শেষে আবারও পর্দায় ফিরছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি কথা বলেন নিজের নতুন সিনেমা দুর্বারসহ নানা প্রসঙ্গে। এ সময় আলোচনায় আসে শাকিব খানের সঙ্গে আবারও একসঙ্গে কাজ করার সম্ভাবনার বিষয়টি।
ঢালিউডে শাকিব খান ও অপু বিশ্বাস জুটি হয়ে অর্ধশতাধিক সিনেমায় অভিনয় করেছেন। ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের কারণে দীর্ঘদিন তাঁরা একসঙ্গে কাজ করেননি। তবে এ জুটিকে আবারও পর্দায় দেখার আগ্রহ দর্শকদের মধ্যে বরাবরই রয়েছে।
এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘শাকিব খান একজন গ্লোবাল স্টার, সুপারস্টার, মেগাস্টার। তাঁকে নিয়ে নতুন করে ব্যাখ্যা দেওয়ার কিছু নেই। আমি দীর্ঘ বিরতির পর আবার কাজে ফিরেছি এবং সবার সহযোগিতাও পাচ্ছি। যদি কোনো হৃদয়বান প্রযোজকের কাছে দর্শকদের এই চাওয়ার কথা পৌঁছায় এবং তিনি উদ্যোগ নেন, তাহলে আবারও আমাদের একসঙ্গে দেখা যেতে পারে।’
শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা স্মরণ করে অপু বিশ্বাস আরও বলেন, ‘আমি আর শাকিব মোট ৭২টি সিনেমায় একসঙ্গে কাজ করেছি। প্রযোজক ও পরিচালকদের সহযোগিতার কারণেই এতগুলো সিনেমা করা সম্ভব হয়েছে।’
এদিকে নিজের কামব্যাক সিনেমা দুর্বার নিয়ে বেশ উচ্ছ্বসিত অপু বিশ্বাস। কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় থ্রিলারধর্মী এই সিনেমার ফার্স্ট লুক সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। পোস্টারে রক্তমাখা মুখ ও রহস্যময় দৃষ্টিতে নতুনরূপে দেখা গেছে তাঁকে, যা দর্শকদের কৌতূহল বাড়িয়েছে।
সিনেমার গল্প নিয়ে জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, ‘এই গল্পের অনেক কিছুই আপাতত রহস্য। প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকরাই সব জানতে পারবেন।’
নির্মাতা সূত্রে জানা গেছে, বর্তমানে দুর্বার সিনেমার শুটিংয়ের প্রস্তুতি চলছে। আগামী বছর ২০২৬ সালের বড় কোনো উৎসবে সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
আরএস
No comments yet. Be the first to comment!