বিনোদন

হলুদের সাজে দ্যুতি ছড়ালেন বুবলী

আপডেট: জানু ১০, ২০২৬ : ০৭:৫৫ এএম
হলুদের সাজে দ্যুতি ছড়ালেন বুবলী

চিত্রনায়িকা শবনম বুবলী সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশ করা নতুন ছবিতে হলুদের সাজে নিজস্ব দ্যুতি ছড়ালেন।

ছবিগুলোতে বুবলী উজ্জ্বল হলুদ শাড়ি ও বেগুনি এমব্রয়ডারি ব্লাউজে নজর কেড়েছেন। সাজের সঙ্গে মিলিয়ে তিনি হলুদ ও সাদা ফুলের গয়না, মাথায় ফুলের ‘মাং টিকা’ এবং ফুলের দুল পরেছেন। এক সুসজ্জিত দোলনায় বসে তার এই উপস্থিতি নেটিজেনদের মন জয় করেছে।

ছবির ক্যাপশনে বুবলী লিখেছেন, “রঙ হলো প্রকৃতির হাসি”, যা প্রকাশের পর ভক্তরা তাকে ‘হলুদ পরী’ হিসেবে প্রশংসা করেছেন।

বর্তমানে বুবলী ব্যস্ত আছেন তার আসন্ন সিনেমা ‘পিনিক’ নিয়ে। সিনেমার ‘আধাচাঁদ’ শিরোনামের একটি রোম্যান্টিক গান এক টেকে শুট করা হয়েছে, যা বাংলা সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড তৈরি করেছে বলে দাবি নির্মাতাদের। এই সিনেমা রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!