বিনোদন

তাহসান-রোজার দাম্পত্যে বিচ্ছেদ

আপডেট: জানু ১০, ২০২৬ : ০১:২১ পিএম
তাহসান-রোজার দাম্পত্যে বিচ্ছেদ

সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের দ্বিতীয় দাম্পত্য জীবন ভেঙে যাচ্ছে। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে তার বিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন তাহসান নিজেই।

দীর্ঘদিন ধরেই তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন চলছিল। অবশেষে গণমাধ্যমে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তাহসান জানান, তারা আর একসঙ্গে নেই। তিনি বলেন, ‘খবরটি সত্য। আমরা এখন আলাদা থাকছি। সঠিক সময় এলে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

তাহসান জানান, গত বছরের জুলাই মাসের শেষ দিক থেকেই তারা আলাদা বসবাস করছেন। ব্যক্তিগত বিষয় জনসম্মুখে আলোচনা করতে না চাইলেও সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে নানা ভুয়া খবর ছড়িয়ে পড়ায় তাকে এ বিষয়ে মুখ খুলতে হয়েছে।

২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান। বিয়ের পর তাদের দাম্পত্য জীবন সুখেই কাটছিল বলে ধারণা করা হচ্ছিল। তবে বিয়ের এক বছরের মধ্যেই সম্পর্কের টানাপোড়েন তৈরি হয় এবং শেষ পর্যন্ত বিচ্ছেদের সিদ্ধান্তে পৌঁছান তারা।

রোজা আহমেদ পেশায় একজন মেকআপ আর্টিস্ট। তিনি দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে কাজ করছেন। নিউইয়র্কে তার নিজস্ব একটি প্রতিষ্ঠানও রয়েছে।

এ বিষয়ে বিস্তারিত জানতে তাহসানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!