বিনোদন

পোশাকে স্বামীর পদবি, আলোচনায় আলিয়া ভাট

আপডেট: জানু ১১, ২০২৬ : ০৫:৩৯ এএম
পোশাকে স্বামীর পদবি, আলোচনায় আলিয়া ভাট

বলিউডের প্রভাবশালী কাপুর পরিবারের পুত্রবধূ আলিয়া ভাট আবারও আলোচনায়। অভিনয় বা নতুন কোনো ছবির কারণে নয়, এবার নিজের পোশাকের মাধ্যমে শ্বশুরবাড়ি ও স্বামীর প্রতি ভালোবাসা ও সম্মান জানিয়ে নজর কাড়লেন তিনি।

সম্প্রতি মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে উপস্থিত হন আলিয়া ভাট। সেখানে তাঁর পরনের শার্টের বুকের কাছে সাদা সুতোয় নকশা করে হিন্দিতে লেখা ছিল ‘কাপুর’। আলিয়ার এই পোশাক মুহূর্তেই ভক্ত ও নেটিজেনদের দৃষ্টি কেড়ে নেয়।

ছিমছাম মেকআপ ও পরিমিত সাজে আলিয়াকে দেখা গেছে আভিজাত্যপূর্ণ লুকে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাঁকে কাপুর পরিবারের ‘রানি’ বলে আখ্যা দেন। নেটিজেনদের মতে, পোশাকের মাধ্যমেও যে পরিবারের প্রতি সম্মান ও গর্ব প্রকাশ করা যায়, আলিয়া ভাট সেটিই আবার প্রমাণ করলেন।

অভিনয়ের পাশাপাশি প্রযোজনা সংস্থা, শুটিং ও নানা প্রকল্পে আলিয়া ভাটের ব্যস্ততা থাকলেও পারিবারিক জীবন নিয়েও তিনি সমানভাবে মনোযোগী। কাপুর পরিবারের পুত্রবধূ হিসেবে নিজের গর্বের কথা তিনি আগেও একাধিকবার প্রকাশ করেছেন।

নিজের মা ও বোনের পাশাপাশি শাশুড়ি নীতু কাপুরের সঙ্গে আলিয়ার সম্পর্কও বেশ উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ বলে জানা যায়। দুই পরিবারকেই সমান গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের বিষয়টি তাঁর ব্যক্তিত্বের ইতিবাচক দিক হিসেবেই তুলে ধরেন ভক্তরা।

উল্লেখ্য, বলিউডে দীর্ঘদিন ধরে প্রভাবশালী পরিবার হিসেবে পরিচিত কাপুর পরিবারে ২০২২ সালে অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে বিয়ের পর সদস্য হন আলিয়া ভাট। কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখার কারণেই তিনি বারবার আলোচনায় আসেন।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!