বিনোদন

ঠান্ডা কি শেষ হয়েছে—ভাবনার প্রশ্নে নেটিজেনদের হাস্যরস

আপডেট: জানু ১১, ২০২৬ : ০৫:৪৯ পিএম
ঠান্ডা কি শেষ হয়েছে—ভাবনার প্রশ্নে নেটিজেনদের হাস্যরস

চলতি শীত মৌসুমে আবহাওয়ার আচরণ যেন লুকোচুরি খেলায় মেতেছে। কখনো কনকনে ঠান্ডা, আবার কখনো দুপুরের তীব্র রোদে বসন্তের আভাস। এমন খামখেয়ালি আবহাওয়ায় সাধারণ মানুষের মতোই বিভ্রান্ত অভিনেত্রী আশনা হাবিব ভাবনাও।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে শীত নিয়ে কৌতূহল আর রসিকতার মিশেলে প্রশ্ন তুলেছেন এই অভিনেত্রী। ভাবনা লিখেছেন, ‘ঠান্ডা কি শেষ হয়ে গেছে? নাকি ঠান্ডারও মুড সুইং হচ্ছে?’

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সক্রিয় ভাবনার এই প্রশ্নে মেতে উঠেছেন নেটিজেনরা। তাঁর পোস্টের মন্তব্য ঘরে দেখা গেছে নানা ধরনের মজার জবাব। একজন লিখেছেন, ‘শেষ হয়ে আবার শুরু করেছে।’ আরেকজন মন্তব্য করেন, ‘এখনও শেষ হয়নি, মনে হয় মুড সুইং চলছে।’

নাটক ও চলচ্চিত্রে ব্যস্ত এই অভিনেত্রী এর আগেও সমসাময়িক নানা বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মতামত ও রসিকতা তুলে ধরেছেন। তাঁর এমন পোস্টগুলো ভক্তদের মাঝেও বেশ আগ্রহ তৈরি করে।

প্রসঙ্গত, ‘নট আউট’ নাটকের মাধ্যমে অভিনয়জীবন শুরু করা ভাবনা ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় নিজের অবস্থান আরও দৃঢ় করেন।

আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!